ভারতের বিখ্যাত ধনী পরিবার আম্বানিদের বিয়েবাড়ির কথা মনে আছে? ২০২৪ সালে ছয় মাস ধরে অনুষ্ঠিত হয় তাদের ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের অত্যন্ত ব্যয়বহুল বিয়ের নানা পর্ব। সারা দুনিয়ার নজর ছিল সে বিয়ের খুঁটিনাটির দিকে আর বিশ্বজুড়ে ব্যপক মিডিয়া কভারেজও পেয়েছে এই বর্ণাঢ্য আর স্মরণীয় আয়োজন। তবে বলা হচ্ছে, সবচেয়ে ঘটনাবহুল ও জাঁকজমকপূর্ণ বিয়ের তালিকায় ভারতের বিখ্যাত ধনী পরিবার আম্বানিদের আয়োজনকে পেছনে ফেলতে যাচ্ছে শীর্ষ বিলিয়নিয়ার জেফ বেজোস ও মিডিয়া ব্যক্তিত্ব লরেন সানচেজের ভেনিস ওয়েডিং।
আর বিষয়টি নিশ্চিত করলেন ভেনিসের মেয়র লুইজি ব্রুগনানো নিজেই। জেফ বেজোসের বিখ্যাত বিলাসবহুল সুপারইয়টেই হতে যাচ্ছে এই বিয়ে। আর তা এই জুন মাসেই। ২০০ হাই প্রোফাইল অতিথি থাকবেন সেখানে। এদিকে ছিমছাম আর ছোট শহর ভেনিসের স্বাভাবিক কার্যক্রম ও জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানান সেখানকার মেয়র। তাঁর অফিসিয়াল ঘোষণার মধ্য দিয়েই এই বহুল প্রতীক্ষিত বিয়ে নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটল।
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন এমি পুরস্কার পাওয়া মিডিয়া ব্যক্তিত্ব লরেন সানচেজের সঙ্গে। আম্বানিদের বিয়েসহ নানা সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ইভেন্ট আর এক্সক্লুসিভ সব হলিডেতে এই জুটিকে একসঙ্গে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এই বিলিয়নিয়ারের হবু স্ত্রী এমনিতে অত্যন্ত গ্ল্যামারাস আর ফ্যাশনসচেতন। তাঁদের দুজনকে মানায়ও বেশ একসঙ্গে। এই কাপলের বিয়ে নিয়ে তাই সকলের মাঝেই বেশ আগ্রহ দেখা গিয়েছে অনেকদিন ধরে।
এ পর্যন্ত যা যা জানা গেল
জানা যাচ্ছে, এই ২০২৫ সালের ২৪ থেকে ২৬ জুনের মাঝে এই বিয়ে হবে। বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল সুপারইয়ট কোরুতেই অনুষ্ঠিত হবে তা। এই ইয়টটি ভেনিস লেগুনে নোঙ্গর করা থাকবে। ২০০ হাই প্রোফাইল অতিথি থাকবেন এই বিয়েতে। তালিকায় আছেন কিম কার্ডাশিয়ান, ক্রিস জেনার, কেটি পেরি, ইভা লঙ্গোরিয়া, অপরাহ উইনফ্রে, লিওনার্ডো ডিক্যাপ্রিও।
ভেনিস এমনিতে ছিমছাম শহর হলেও এখানে বেশ বড় বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হয়েছে আগেও। ২০২৩ সালে এনগেজমেন্টের ঘোষণা দেওয়ার পর থেকেই জেফ বেজোস আর লরেন স্যানচেজ তাঁদের বিয়ে নিয়ে নানা পরিকল্পনা করছেন। তখন বেজোস তাঁর হবু স্ত্রী লরেনকে যে আড়াই মিলিয়ন ডলারের হীরার আংটি দিয়েছেন, তা দেখেই সবাই বুঝে গিয়েছে যে তাঁদের বিয়ে হবে এক বিলাসবহুল ইভেন্ট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ছবি: ইন্সটাগ্রাম