বলিউড সুন্দরী কৃতি শ্যানন শুধু ভালো অভিনয়ই করেন না, তিনি একজন সফল ব্যবসায়ীও বটে। তাঁর হাইফেন নামের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড রয়েছে, যা খুব অল্প সময়ে ভারতীয়দের মাঝে বেশ নাম করেছে। ত্বক–সচেতন কৃতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য তাঁর রূপচর্চার ভিডিও পোস্ট করেন। কিছুদিন আগে তিনি তাঁর ইনস্টাগ্রামে শীতের রূপচর্চার ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে সাতটি বিশেষ ধাপে ত্বকের যত্ন নিতে দেখা যায়।
ডাবল ক্লিনজিং
কৃতির ত্বকের যত্নের রুটিন শুরু হয় ডাবল ক্লিনজিং দিয়ে। এই শীতে ত্বকের ব্যারিয়ার শক্তিশালী করতে এর কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে সবার আগে একটা অয়েলবেজড ক্লিনজার, যেমন ক্লিনজিং অয়েল বা বাম অথবা মাইসেলার ওয়াটার দিয়ে মুখের মেকআপ, সানস্ক্রিন ও ধুলা–ময়লা পরিষ্কার করে ফেলতে হবে। এরপর একটি ভালো মানের ওয়াটারবেজড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
টোনার
টোনার এমন একধরনের ত্বকের যত্নের পণ্য, যা ত্বকের বাড়তি পুষ্টি জোগাতে ও পিএইচের ভারসাম্য বজায় রাখতে বেশ কার্যকর। এমনকি এটি ত্বকের বলিরেখাও কমাতে পারে। কৃতির সবচেয়ে পছন্দের হলো গোলাপজল ও গ্লিসারিনের টোনার। এই ডিওয়াইআই টোনার তিনি বহু বছর ধরে ব্যবহার করছেন।
সিরাম
টোনার ব্যবহারের কয়েক মিনিট পর সিরাম ব্যবহার করেন কৃতি। সিরামকে ত্বকের ওষুধ বলা হয়। ত্বকে কোনো সমস্যা থাকলে বা বাড়তি পুষ্টির জন্য এটি ব্যবহার করা যেতে পারে। ত্বকের ব্যারিয়ার ঠিক রাখতে ও উজ্জ্বলতা বাড়াতে কৃতি ব্যবহার করেন তাঁর নিজের ব্র্যান্ড হাইফেনের গোল্ডেন আওয়ার গ্লো সিরাম। এই সিরামে আছে নায়াসিনামাইড, আলফা আরবিউটিন, হায়ালুরনিক অ্যাসিড, পেপটাইডের মতো শক্তিশালী উপাদান।
ময়েশ্চারাইজার
শীতের ত্বকের যত্ন ময়েশ্চারাইজার ছাড়া চিন্তাই করা যায় না। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এর জুড়ি মেলা ভার। কৃতির ব্র্যান্ড হাইফেনে আছে দারুণ কিছু ময়েশ্চারাইজার ক্রিম। এর মধ্যে অন্যতম ব্যারিয়ার কেয়ার ফেস ক্রিম। শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য রয়েছে এই রেঞ্জের আলাদা দুটি ময়েশ্চারাইজার। কৃতি এবারের শীতে এই পণ্য দুটি ব্যবহার করছেন। এর মূল দুটি উপাদান হলো পেপটাইড ও সেরামাইড। পেপটাইড ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং সেরামাইড ব্যারিয়ার শক্তিশালী করে ত্বককে মসৃণ ও টানটান করে।
ফেস অয়েল
বিউটি ট্রেন্ড হিসেবে ফেস অয়েল বা মুখে ব্যবহারের তেলের জনপ্রিয়তা এখন অনেক। শীতে ত্বকের ময়েশ্চার লক করতে ত্বকচর্চার শেষ ধাপে এটি ব্যবহার করা যায়। এ ছাড়া ফেস অয়েল রাতে ত্বকের ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস ঠেকাতে সাহায্য করে ফলে আর্দ্রতা বজায় থাকে। এ জন্য কৃতি তাঁর শীতের রূপচর্চার রুটিনে ফেস অয়েল যোগ করেছেন।
স্পেশাল সিরাম
ভ্রু ও পাপড়ির যত্নে তিনি সারা বছর ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করেন। কৃতির সুন্দর ঘন কালো ভ্রু ও চোখের পাপড়ির রহস্য এই স্পেশাল সিরাম।
লিপ বাম
আর্দ্রতার অভাবে শীতে বেশির ভাগ মানুষের ঠোঁট ফেটে চৌচির হয়ে যায়। এই সমস্যা ঠেকাতে লিপ বাম বা জেলের কোনো বিকল্প নেই। ঠোঁটের যত্নে রাতে ঘুমানোর আগে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে। কৃতি ব্যবহার করেন তাঁর ব্র্যান্ড হাইফেনের নতুন ভিটামিন ইনফিউজড পেপটাইড লিপ বাম। এই ব্র্যান্ডের পিচ ও ভ্যানিলা এই দুই ফ্লেভার ছাড়াও এসপিএফযুক্ত লিপ বামও আছে, যা দিনের বেলা ঠোঁটকে সূর্যের আলো থেকে সুরক্ষা দেয়। কৃতির ভিটামিন ইনফিউজড পেপটাইড ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ঠোঁটের কালচেভাব দূর করতে পারে।