নানা কারণেই সবসময় আলোচনায় থাকেন দেশের জনপ্রিয় তারকা পরীমনি। আর কিছুদিন ধরে পরীমনির লাভ লাইফ নিয়ে আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। আর গতকাল ১৫ ফেব্রুয়ারি রাতে নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে লাইভে এসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
নিজের এক ফেসবুক পোস্টে তিনি জানান, রাত ১০টায় নিজের ভ্যালেন্টাইনকে সকলের সামনে আনবেন তিনি। এই পোস্টকে ঘিরে অত্যন্ত সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়।
যথাসময়ে লাইভে মাত্র এক ঘন্টায় জয়েন করেন প্রায় ১.১ মিলিয়ন ভিউয়ার। এতেই বোঝা যায় আসলে কতখানি জনপ্রিয়তা আছে এই অভিনেত্রীর।
তবে ভক্তদের কিছুটা হতাশই করেছেন প্রিয় তারকা। কারণ লাইভে এসে তিনি একটি ম্যাটার্নিটি ব্র্যান্ডের পোশাকের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন, কোনো মানুষ নয়। তাঁর সঙ্গে লাইভে যোগ দেন পোশাকগুলোর ডিজাইনার রুহুল চৌধুরী।
'বডি বাই পরী' নামের এই ম্যাটার্নিটি ওয়্যার ব্র্যান্ডটির সঙ্গে পরীর আবেগ জড়িয়ে আছে অনেক। নিজের মাতৃত্বকালীন ফ্যাশন-স্ট্রাগল আর সেসময় স্টাইলিশ অথচ আরামদায়ক কিছু পরার তাগিদের স্মৃতি থেকেই এই প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন বলে জানান। এসময় পরী তাঁর মা হওয়ার পুরো জার্নিতে ভক্তদের সাপোর্ট ও অনুপ্রেরণার জন্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
'বডি বাই পরী' মাত্র যাত্রা শুরু করল। পরী জানান, এখানে মা ও শিশুদের জন্য পণ্য মিলবে। প্রাথমিকভাবে ম্যাটার্নিটি ড্রেস আর বাচ্চাদের পোশাক থাকছে এখানে। ব্র্যান্ডটির নানা স্টাইলিশ ও আরামদায়ক পোশাকের লাইভই আসলে নাটকীয়ভাবে সকলের সামনে এনেছেন পরী। আর সফলও হয়েছেন তিনি।
লাল টুকটুকে শাড়িতে সেজে লাইভে এসেছেন এই সুন্দরী অভিনেত্রী। সারা ঘরে মোমের আলোকসজ্জা আর প্রেমময় আবহ দেখা যায় লাইভের শুরুতেই। আলো-আঁধারিতে তাঁকে অত্যন্ত সুন্দর লাগছিল।
ম্যাট লাল লিপকালার আর ছোট লাল টিপে পরী যেন এক লালপরি। সেইসঙ্গে গলায় ও হাতে গোল্ডেন জুয়েলারি আর হাতভর্তি লাল রেশমি চুড়ি পরতে দেখা গিয়েছে পরীকে। চোখে ব্রাউন আইশ্যাডো আর ঘন করে দেওয়া মাসকারা আর আইলাইনারে তিনি নজর কেড়েছেন সকলের।
ছবি: পরীমনির ফেসবুক ও ফেসবুক লাইভের স্ক্রিনশট