হালের হার্টথ্রব অভিনেতা ইয়াশ রোহানকে বিভিন্ন ইভেন্ট বা অনুষ্ঠানে ক্যাজুয়াল লুকেই বেশি দেখা যায়। কিন্তু এবার তিনি ধরা দিলেন একদম ভিন্নভাবে। সম্প্রতি ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১–এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন তিনি। শার্ট, টি–শার্ট কিংবা পাঞ্জাবিতে নয়; বরং তিনি এ অনুষ্ঠানে হাজিন হন রীতিমতো ডিজাইনার কালো যোধপুরী স্যুটে। স্যুটটি তাঁর জন্য তৈরি করে দেশি পার্টি ওয়্যার ব্র্যান্ড মেহের।
মেহেরের স্বত্বাধিকারী ও ডিজাইনার সামিনা সারা। তিনি জানান, অনুষ্ঠানটির প্রধান উপস্থাপকদের সবার পোশাকই তিনি ডিজাইন করেছেন। এ জন্য তিনি প্রত্যেককে আলাদা লুক দেওয়ার চেষ্টা করেছেন। যেমন ইয়াশের শান্ত, বিনয়ী; এককথায় সুইট ইমেজের বিষয়টি মাথায় রেখেই সামিনা সারা তাঁর পোশাক ডিজাইন করেছেন। খুব বেশি চোখধাঁধানো রংচঙে নয়; বরং ইয়াশের ব্যক্তিত্বের সঙ্গে মানাবে, এমন একটি আউটফিটই তিনি ডিজাইন করতে চেয়েছেন।
সম্প্রতি ব্ল্যাক মাম্বা নামে একেবারে কালো পোশাকের এক নতুন কালেকশন এনেছে মেহের। যেহেতু এই কালেকশনের পুরোটাই ব্ল্যাক থিমের, তাই এর নামকরণ করা হয় ব্ল্যাক মাম্বা। ইয়াশকে তিনি এই সংগ্রহ থেকেই একটি যোধপুরী স্যুট পরিয়েছেন। যোধপুরী স্যুট ও শেরওয়ানির কাটিং ও প্যার্টানে রয়েছে অনেকটাই মিল। যদিও ইয়াশের স্যুটটি স্বতন্ত্র ডিজাইনে তৈরি। যেখানে পাখির মোটিফ রয়েছে। ডিজাইনটি ইয়াশের শিল্পী ব্যক্তিত্বের সঙ্গে বেশ মানানসই।
এ জন্য তাঁর পোশাকে একেবারেই কোন ভারী কারুকাজ রাখা হয়নি। সব মিলিয়ে এতে রয়েছে শৈল্পিক আবহ। কাপড়ের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ক্রেপ ফেব্রিক। স্যুটে যে পাখির মোটিফটি রয়েছে, তার পুরোটাই কারচুপির কাজ। বলা যায়, প্যাস্টেল শেডের এই মোটিফই পোশাকটির মূল আকর্ষণ। স্যুটের জ্যাকেটের সঙ্গে বটম হিসেবে ছিল একই ফেব্রিকের স্লিম ফিট ট্রাউজার্স।
উল্লেখ্য, সামিনা সারার ডিজাইনের পোশাকে এই অনুষ্ঠানে আরও এসেছিলেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, অভিনেত্রী নাজিবা বাশার ও ইনফ্লুয়েন্সার রাফসান সাবাব।
ছবি: ইন্সটাগ্রাম হ্যন্ডল