মার্কিন তরুণ পপসংগীতশিল্পী টেইলর সুইফটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। ইরাস ট্যুর থেকে শুরু করে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব অর্জন করা পর্যন্ত এ বছর তাঁর জন্য অত্যন্ত ঘটনাবহুল কাটল। এবার চলুন দেখে নিই ২০২৩ সালজুড়ে তিনি কী কী তেলেসমাতি ঘটিয়ে আলোচনার শীর্ষে থেকেছেন।
১. মার্চ
শুরু হলো টেইলর সুইফটের ইরাস ট্যুর। ১০টি স্টুডিও অ্য্যালবামের উদ্যাপনই এই সফরের উদ্দীপনা জুগিয়েছিল। কিন্তু প্রথম থেকেই আশাতীত উৎসাহ দেখা যায় ইরাস ট্যুর নিয়ে সবার মধ্যে। এটি এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক ট্যুরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। আজকের দিন পর্যন্ত এর আয় ৯০৬ মিলিয়ন ডলার।
২. মে
অত্যন্ত সংক্ষিপ্ত এক কথিত সম্পর্কের জন্য টেইলর সুইফট হেডলাইনে উঠে আসেন মে মাসে। ম্যাটি হিলি নামের এক ব্রিটিশ সংগীতশিল্পীর সঙ্গে টেইলরকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। আর এ–সংক্রান্ত সংবাদের ভারে ইন্টারনেট ভেঙে পড়ে। তবে ম্যাট হিলির নেতিবাচক ইমেজের কারণে সমালোচনার মুখে পড়েন টেলর।
৩. জুলাই
টেইলর সুইফট তাঁর ১২তম অ্যালবাম রিলিজ করেন এ মাসে। এটিও বিলবোর্ড টপ চার্ট গুঁড়িয়ে দেয়৷ আর টেইলর হন বিলবোর্ড তালিকার শীর্ষে থাকা সবচেয়ে বেশি মিউজিক অ্যালবাম আছে, এমন নারী সংগীতশিল্পী।
৪. সেপ্টেম্বর
মিডিয়াতে ঝড় ওঠে এ মাসে যখন টেইলর সুইফট ক্যানসাস সিটি চিফের খেলোয়াড় ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন আর তাঁর খেলাও দেখতে যান। একসঙ্গে বেশ কয়েকবার দেখা যায় তাঁদের। আর এসব সংবাদ আর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তখন উঠে আসে ট্রেন্ডিং তালিকার শীর্ষে।
৫. অক্টোবর ১৩
ইরাস ট্যুরের মুভি মুক্তি দেওয়া হয় এদিন। মুক্তির প্রথম সপ্তাহান্তে টেইলর সুইফটের ইরাস ট্যুরের মুভি আয় করে ৯২ মিলিয়ন ডলার। আর এ পর্যন্ত মোট আয় ২৪৯ মিলিয়ন ডলার। আর এতেই টেইলরের এই মুভি তকমা পায় সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসাসফল কনসার্ট মুভি।
৬. অক্টোবর ২৭
টেইলর সুইফটের ব্লকবাস্টার পপ অ্যালবাম ১৯৮৯ রিলিজ পাওয়ার ৯ বছর পর আবার একই গানগুলো নতুনভাবে রেকর্ড করে রিলিজ দেন এদিন তিনি। প্রথম সপ্তাহে এক মিলিয়ন বিক্রি হয়ে ইতিহাসে নাম লেখায় এই অ্যালবাম।
৭. অক্টোবর ২৭
ফোর্বসের হিসাব অনুযায়ী, টেলর সুইফটের মোট সম্পদ দেখানো হয় ১.১ বিলিয়ন ডলার, যা তাঁকে শুধু গান গেয়ে প্রথম বিলিয়নিয়ার হওয়ার মর্যাদা দেয়।
৮. নভেম্বর ২৮
স্পটিফাই আর অ্যাপল মিউজিক টেইলর সুইফটকে তাঁদের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া সংগীতশিল্পী হিসেবে ঘোষণা করে।
৯. ডিসেম্বর ৫
ফোর্বস টেইলর সুইফটকে বিনোদন বিশ্বের পঞ্চম ক্ষমতাবান নারী হিসেবে ঘোষণা দেয়। বলা হয়, শুধু তাঁর ইরাস ট্যুরই মার্কিন অর্থনীতিতে ৫ বিলিয়ন ডলারের বেশি অবদান রেখেছে।
১০. ডিসেম্বর ৬
টাইম ম্যাগাজিন টেইলর সুইফটকে ২০২৩ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব বা পারসন অব দ্য ইয়ার বলে ঘোষণা দেয়। এখানে তাঁর বিলিয়নিয়ার স্ট্যাটাস আর পপ সংস্কৃতিতে টেইলরের শক্তিশালী প্রভাবের কথা বলা হয়েছে৷
সূত্র: ফোর্বস
ছবি: ইন্সটাগ্রাম