আন্তর্জাতিক নারী দিবসে বলিউডের দুনিয়া কাঁপানো অভিনেত্রীদের কথা মনে করতেই হয়। আর এখন মা হয়েছেন তাঁদের অনেকেই। নিজের কন্যার মধ্যে নিজের প্রতিচ্ছবি ধারণ করা বলিউড ডিভারা ভক্তদের নজর কাড়েন জোড়া বেঁধে সামনে এসে। আর মজার ব্যাপার হলো, একদিকে যেমন রাহার মা আলিয়া একেবারে কম বয়সে মা হয়ে মাতৃত্ব আর অভিনয় দুটিই চালিয়ে যাচ্ছেন সমানতালে, তেমনি শ্বেতা তিওয়ারি বা রাভিনা ট্যান্ডনের মতো ফিট ও গ্ল্যামারাস মা তাঁদের কন্যা আর অন্য সব মায়ের জন্য উদ্দীপনা জোগান একসঙ্গে। এদিকে সুস্মিতা সেন মা না হয়েও অত্যন্ত ভালো মা হয়ে দেখিয়েছেন তাঁর দুই মেয়ের জন্য। তবে মা হয়েও নিজের নারী সত্তা ও অভিনয় ক্যারিয়ারের প্রতি অত্যন্ত মনোযোগী তাঁরা। বলিউডের যত নজরকাড়া মা–মেয়ে জুটি দেখে নেওয়া যাক এবার তবে। ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে পাওয়া।