একসময় নাটক–সিনেমায় জুটিপ্রথা খুব হিট ছিল। আজকাল আর টানা এক জুটির অভিনয় ততটা দেখতে চান না দর্শকেরা। তবে মাঝেমধ্যে কিছু জুটি অন্তত একটা সময়জুড়ে হয়ে ওঠেন জনপ্রিয়। এমন কিছু হিট জুটি আজকাল বেশ নজর কাড়ছেন। আবার সত্যিকারের বা রিয়েল লাইফ কাপলরাও থাকেন আলোচনায়। তাঁদের প্রেমময় মুহূর্তগুলো সবার কাছেই আরাধ্য হয়ে ওঠে। চলুন ট্রেন্ডে থাকা এমন রিল লাইফ ও রিয়েল লাইফ কাপলদের দেখে আসি ছবির গল্পে।
ছবি: তারকাদের ইনস্টাগ্রাম