ভারতের বিখ্যাত আম্বানি পরিবারের উদ্যোগে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যেন তারকার মেলা বসেছিল। তবে মার্চের শেষ দিনের সন্ধ্যায় মুম্বাইয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শান শতগুণ বাড়িয়ে দেন শাড়িতে অনন্যা জিজি হাদিদ। জিজি হাদিদের অনিন্দ্য সৌন্দর্যের জয়গান তো চলতেই থাকে। যেকোনো সাজপোশাকে তিনি নজর কাড়েন সবার। কিন্তু তাঁর এই এথনিক ভারতীয় লুক থেকে যেন ভক্তদের দৃষ্টি সরতেই চাইছে না। চলছে এ নিয়ে তুমুল আলোচনাও।
জিজি হাদিদ এ বিশেষ অনুষ্ঠানে পরার জন্য বেছে নেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা শাড়ি ও ব্লাউজ। চিকনকারি করা ও সিকুইন বসানো আইভরি শাড়িটির পাড় ঝলমলে সোনালি। খেয়াল করলে দেখা যাবে, স্কার্টের ওপরে একই কাপড় দিয়ে বুদ্ধিদীপ্ত ড্রেপিং করা হয়েছে শাড়ির ধাঁচে। ক্রপ করা ছোট হাতার সোনালি ব্লাউজটি রীতিমতো জমকালো। রয়েছে এতে দক্ষিণ ভারতের মন্দিরের অনুপ্রেরণায় করা কারুকার্য।
গভীর নেকলাইনে জিজি হাদিদের স্বভাবজাত আবেদনময়তা ফুটে উঠেছে আরও। ব্লাউজের হাতার ট্রিমে রয়েছে নজরকাড়া ট্যাসেল। কানে গিল্ড করা সোনার চৌকো স্টাডের মতো টপ। দুই হাত ভরা সোনালি বালা-চুড়ি। টেনে বাঁধা চুলে এথনিক লুকে এসেছে সম্পূর্ণতা। আর তাঁর পায়ের ক্রিস্টাল বসানো মেশ পাম্প জোড়ার কথাও না বললেই নয়।
ছবি: এএফপি ও রয়টার্স