সামনেই আসছে ভালোবাসা দিবস। কিন্তু বছরের শুরু থেকেই আমাদের প্রিয় তারকারা মজে আছেন প্রণয় আর পরিণয়ে। কারও মন দেওয়া-নেওয়া চলছে তো কেউবা বসেছেন বিয়ের পিঁড়িতে। আবার বিয়ের প্রস্তুতির তোড়জোড় চলছে কোনো জুটির। ভক্তরা সবসময়ই তারকাদের প্রেম আর পরিণয়ের সকল খুঁটিনাটি নিয়ে আগ্রহী থাকেন। চলুন দেখে নেই এই সময়ে কোন কোন তারকা কার সঙ্গে প্রেম করছেন, আর কাকেই বা বিয়ে করলেন অথবা করতে যাচ্ছেন।