তারকাদের যত চলমান প্রেম-পরিণয়
শেয়ার করুন
ফলো করুন

সামনেই আসছে ভালোবাসা দিবস। কিন্তু বছরের শুরু থেকেই আমাদের প্রিয় তারকারা মজে আছেন প্রণয় আর পরিণয়ে। কারও মন দেওয়া-নেওয়া চলছে তো কেউবা বসেছেন বিয়ের পিঁড়িতে। আবার বিয়ের প্রস্তুতির তোড়জোড় চলছে কোনো জুটির। ভক্তরা সবসময়ই তারকাদের প্রেম আর পরিণয়ের সকল খুঁটিনাটি নিয়ে আগ্রহী থাকেন। চলুন দেখে নেই এই সময়ে কোন কোন তারকা কার সঙ্গে প্রেম করছেন, আর কাকেই বা বিয়ে করলেন অথবা করতে যাচ্ছেন।

১/১২
বছরের শুরুতেই সেরা চমক দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ের ছবির ঝলক শেয়ার করলেও কনের পরিচয় দেননি এখনও এই সদ্য বিবাহিত অভিনেতা।
বছরের শুরুতেই সেরা চমক দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ের ছবির ঝলক শেয়ার করলেও কনের পরিচয় দেননি এখনও এই সদ্য বিবাহিত অভিনেতা।
বিজ্ঞাপন
২/১২
দেখেই মনে হচ্ছে প্রেমে ডুবে আছেন জোভান। নাটকে বিয়ের দৃশ্যে দেখা যাওয়া জোভান আচমকাই সত্যি সত্যি বিয়ের খবর দিয়ে চমকে দিলেন আমাদের।
দেখেই মনে হচ্ছে প্রেমে ডুবে আছেন জোভান। নাটকে বিয়ের দৃশ্যে দেখা যাওয়া জোভান আচমকাই সত্যি সত্যি বিয়ের খবর দিয়ে চমকে দিলেন আমাদের।
বিজ্ঞাপন
৩/১২
বছরের প্রথম বলিউড কনে হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। প্রযোজক জ্যাকি ভাগনানি হচ্ছেন তাঁর বর।
বছরের প্রথম বলিউড কনে হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। প্রযোজক জ্যাকি ভাগনানি হচ্ছেন তাঁর বর।
৪/১২
সম্প্রতি বিয়ের আগের পূজাপাঠে একসঙ্গে দেখা যায় তাঁদেরকে
সম্প্রতি বিয়ের আগের পূজাপাঠে একসঙ্গে দেখা যায় তাঁদেরকে
৫/১২
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের লাভ লাইফ নিয়ে আগ্রহের শেষ নেই সকলের
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের লাভ লাইফ নিয়ে আগ্রহের শেষ নেই সকলের
৬/১২
কিছুদিন আগেই ঘোড়দৌঁড়বিদ ও পোলো খেলোয়াড় শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা যায় তাঁকে এক মন্দিরে। জোর গুজব রয়েছে তাঁদের চলমান সম্পর্ক নিয়ে
কিছুদিন আগেই ঘোড়দৌঁড়বিদ ও পোলো খেলোয়াড় শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা যায় তাঁকে এক মন্দিরে। জোর গুজব রয়েছে তাঁদের চলমান সম্পর্ক নিয়ে
৭/১২
গোল্ডেন গ্লোব প্রস্কারের অনুষ্ঠানকে রীতিমতো ডেট নাইট বানিয়ে ফেলেছিলেন এবার তারকা অভিনেতা টিমোথি শ্যালামে আর কাইলি জেনার।
গোল্ডেন গ্লোব প্রস্কারের অনুষ্ঠানকে রীতিমতো ডেট নাইট বানিয়ে ফেলেছিলেন এবার তারকা অভিনেতা টিমোথি শ্যালামে আর কাইলি জেনার।
৮/১২
এদিন সকলের নজর ছিল টিমোথি-কাইলি জুটির দিকে
এদিন সকলের নজর ছিল টিমোথি-কাইলি জুটির দিকে
৯/১২
বিশ্বসেরা পপ রাজকুমারী টেইলর সুইফট আর মার্কিন ফুটবল স্টার  ট্রাভিস কেলসির প্রেমকাহিনী এখন সকলের জানা।
বিশ্বসেরা পপ রাজকুমারী টেইলর সুইফট আর মার্কিন ফুটবল স্টার ট্রাভিস কেলসির প্রেমকাহিনী এখন সকলের জানা।
১০/১২
যেকোনো সময় ঘোষণা আসতে পারে তাঁদের বাগদান আর বিয়ের -এরকমই শোনা যাচ্ছে
যেকোনো সময় ঘোষণা আসতে পারে তাঁদের বাগদান আর বিয়ের -এরকমই শোনা যাচ্ছে
১১/১২
প্রেমে হাবুডুবু খাচ্ছেন পপ ডিভা সেলেনা গোমেজ আর প্রযোজক ও অভিনেতা বেনি ব্লাংকো
প্রেমে হাবুডুবু খাচ্ছেন পপ ডিভা সেলেনা গোমেজ আর প্রযোজক ও অভিনেতা বেনি ব্লাংকো
১২/১২
এর আগে সম্পর্কের টানপোড়েনে কষ্ট পাওয়া সেলেনা এবার খুবই সিরিয়াস এই সম্পর্কের বিষয়ে
এর আগে সম্পর্কের টানপোড়েনে কষ্ট পাওয়া সেলেনা এবার খুবই সিরিয়াস এই সম্পর্কের বিষয়ে
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৬: ০১
বিজ্ঞাপন