বলিউডের অন্যতম বৈচিত্র্যময় ও মেধাবী অভিনেত্রী কৃতি শ্যানন এবার বাজারে এনেছেন তাঁর স্কিনকেয়ার পণ্য। ২৭ জুলাই ছিল তাঁর জন্মদিন। আর ঐদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তাঁর নতুন স্কিনকেয়ার ব্র্যান্ড লঞ্চের ঘোষণা দেন। স্কিনকেয়ারের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে তাঁকে সহযোগিতা করেছে পেপ টেকনোলজি।
এই বছরের ত্বকের যত্নের ট্রেন্ডে এগিয়ে আছে স্কিন ব্যারিয়ার বা ত্বকের আবরণের সুরক্ষা। এই কথা মাথায় রেখেই হাইফেনের প্রতিটি পণ্যের ফর্মুলা তৈরি করা হয়েছে।
প্রাথমিকভাবে মোট চারটি পণ্য নিয়ে এসেছে ব্র্যান্ডটি। শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য দুটি বিশেষ ফেস ক্রিম, সব ত্বকে ব্যবহার উপযোগী সিরাম আর বিশেষ সানস্ক্রিন আছে এই তালিকায়। সানস্ক্রিনের কথাটা আলাদাভাবে বলতে হচ্ছে। কারণ, হাইফেনের ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে এটি ইউভিএ ও ইউভিবি রশ্মি এমনকি কম্পিউটার ও স্মার্টফোনের নীল আলো থেকে ত্বককে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দেবে।
এই পণ্যগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে ত্বকের যত্নের সবচেয়ে কার্যকর রাসায়নিক ও প্রাকৃতিক উপাদান। যেমন নায়াসিনামাইড, পেপটাইড, সেরামাইড, আলফা আরবুটিন, ল্যাকটিক এসিড, ভিটামিন ই, কাকাডু প্লাম নির্যাস, অ্যালোভেরা, ক্যামোমাইল, ওটস, থানকুনি পাতা, তামানু তেল, চিয়া সিডের তেলসহ আরও অনেক কিছু।
সাধারণত সেলিব্রিটিরা কোনো ব্র্যান্ড আনলে সেখানকার পণ্যের দাম অনেক বেশি হয়। কিন্তু এই দিক থেকে বেশ ব্যতিক্রমই বলতে হবে কৃতি শ্যাননকে। হাইফেনের পণ্য বেশ সাশ্রয়ী। মাত্র ৪৫০ থেকে ৬৫০ রুপির মধ্যেই সব পণ্য পাওয়া যাবে।