অনেকেই ভেবেছিলেন মা হওয়ার পর হয়তো তেমনভাবে কাজে ফিরবেন না বলিউড তারকা অভিনেত্রী আলিয়া ভাট । কিন্তু মা হওয়ার পর আলিয়ার সৌন্দর্য যেমন কমেনি একরত্তি, তেমনি ক্যারিয়ারের গ্রাফ উঠছে ঊর্ধ্বগতিতে।
একের পর এক বাজিমাত করে চলেছেন তিনি। নিজেকে আগের মতোই ফিট করে আলিয়া করে যাচ্ছেন একের পর এক কাজ। এরই অংশ হিসেবে তাঁকে দেখা যাচ্ছে ইনস্টাইল ম্যাগাজিনের অস্ট্রেলিয়ান সংস্করণের প্রচ্ছদে।
বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নিজে এবং ইনস্টাইল ম্যাগাজিনের তরফ থেকে। আলিয়ার প্রতিটি লুক ফ্যাশনিস্তা ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। ইনস্টাইল অস্ট্রেলিয়া স্প্রিং সংস্করণ–২০২৩-এর জন্য অভিনেত্রী ফটোশুটটি করেন। তিনি পরেছেন বিখ্যাত ব্র্যান্ড গুচির পোশাক।