ইনস্টাইলের কাভার গার্ল আলিয়া ভাট
শেয়ার করুন
ফলো করুন

অনেকেই ভেবেছিলেন মা হওয়ার পর হয়তো তেমনভাবে কাজে ফিরবেন না বলিউড তারকা অভিনেত্রী আলিয়া ভাট । কিন্তু মা হওয়ার পর আলিয়ার সৌন্দর্য যেমন কমেনি একরত্তি, তেমনি ক্যারিয়ারের গ্রাফ উঠছে ঊর্ধ্বগতিতে।

একের পর এক বাজিমাত করে চলেছেন তিনি। নিজেকে আগের মতোই ফিট করে আলিয়া করে যাচ্ছেন একের পর এক কাজ। এরই অংশ হিসেবে তাঁকে দেখা যাচ্ছে ইনস্টাইল ম্যাগাজিনের অস্ট্রেলিয়ান সংস্করণের প্রচ্ছদে।

বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নিজে এবং ইনস্টাইল ম্যাগাজিনের তরফ থেকে। আলিয়ার প্রতিটি লুক ফ্যাশনিস্তা ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। ইনস্টাইল অস্ট্রেলিয়া স্প্রিং সংস্করণ–২০২৩-এর জন্য অভিনেত্রী ফটোশুটটি করেন। তিনি পরেছেন বিখ্যাত ব্র্যান্ড গুচির পোশাক।

বিজ্ঞাপন
১/৮
ইনস্টাইলের প্রচ্ছদে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে বেশ ন্যাচারাল আর মিনিমাল মেকআপে। পরেছেন হলটার নেক শিয়ার আউটফিট। পোশাকটির জমিনে বসানো অসংখ্য সাদা স্টোনের কাজ রয়েছে। ফটোশুটে আলিয়ার পুরো স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রাচেল ওয়েম্যান
ইনস্টাইলের প্রচ্ছদে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে বেশ ন্যাচারাল আর মিনিমাল মেকআপে। পরেছেন হলটার নেক শিয়ার আউটফিট। পোশাকটির জমিনে বসানো অসংখ্য সাদা স্টোনের কাজ রয়েছে। ফটোশুটে আলিয়ার পুরো স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রাচেল ওয়েম্যান
বিজ্ঞাপন
২/৮
এই লুকে অভিনেত্রী পরেছেন সাদা শর্ট ফুল স্লিভ ফ্লোরাল শার্ট। বটমে সিলভার মিনি স্কার্ট। তবে বিশেষ আকর্ষণ যোগ করেছে লাল নেটের স্টকিংস। এর সঙ্গে জুটি বেঁধেছে পায়ে পরা ন্যুড রঙের স্ট্রেপলেস হিল। চুলগুলোকে ছেড়ে দিয়েছেন সেমি কার্ল করে। আর মেকআপে শোভা পাচ্ছে গ্লসি ন্যুড সাজ
এই লুকে অভিনেত্রী পরেছেন সাদা শর্ট ফুল স্লিভ ফ্লোরাল শার্ট। বটমে সিলভার মিনি স্কার্ট। তবে বিশেষ আকর্ষণ যোগ করেছে লাল নেটের স্টকিংস। এর সঙ্গে জুটি বেঁধেছে পায়ে পরা ন্যুড রঙের স্ট্রেপলেস হিল। চুলগুলোকে ছেড়ে দিয়েছেন সেমি কার্ল করে। আর মেকআপে শোভা পাচ্ছে গ্লসি ন্যুড সাজ
৩/৮
ফুল স্লিভ হলটার নেক সিলভার গাউনে লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দী হয়েছেন আলিয়া ভাট। ফ্লোর ছোঁয়া এই আউটফিটটি অভিনেত্রী খুব সুন্দরভাবে ক্যারি করেছেন তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে। 

হেয়ারস্টাইলিস্ট মার্ক টাউনসেন্ড। অভিনেত্রীর হেয়ারস্টাইলের দায়িত্বে ছিলেন। চুলগুলো কিছুটা এলোমেলোভাবে পেছন দিকে ফেলে রেখেছেন তিনি। এখানেও অভিনেত্রী সেজেছেন মিনিমাল মেকআপে
ফুল স্লিভ হলটার নেক সিলভার গাউনে লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দী হয়েছেন আলিয়া ভাট। ফ্লোর ছোঁয়া এই আউটফিটটি অভিনেত্রী খুব সুন্দরভাবে ক্যারি করেছেন তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে। হেয়ারস্টাইলিস্ট মার্ক টাউনসেন্ড। অভিনেত্রীর হেয়ারস্টাইলের দায়িত্বে ছিলেন। চুলগুলো কিছুটা এলোমেলোভাবে পেছন দিকে ফেলে রেখেছেন তিনি। এখানেও অভিনেত্রী সেজেছেন মিনিমাল মেকআপে
৪/৮
হলটারনেক গোলাপি ফুল স্লিভ টপ আর ম্যাচিং শর্ট বটমের সঙ্গে আলিয়ার পায়ে শোভা পাচ্ছে সিলভার স্টোনের হিল। হেয়ারস্টাইল একই রেখে কানে পরেছেন বড় আঁকারের বাটারফ্লাই কাটের সিলভার দুল। আর মেকআপে রয়েছে মিনিমাল কিন্তু গ্লসি ছোঁয়া
হলটারনেক গোলাপি ফুল স্লিভ টপ আর ম্যাচিং শর্ট বটমের সঙ্গে আলিয়ার পায়ে শোভা পাচ্ছে সিলভার স্টোনের হিল। হেয়ারস্টাইল একই রেখে কানে পরেছেন বড় আঁকারের বাটারফ্লাই কাটের সিলভার দুল। আর মেকআপে রয়েছে মিনিমাল কিন্তু গ্লসি ছোঁয়া
৫/৮
অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন নেটের আউটফিটে। এই ফটোশুটে পরা তাঁর প্রতিটি পোশাকই বিলাসবহুল ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড গুচি থেকে নেওয়া
অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন নেটের আউটফিটে। এই ফটোশুটে পরা তাঁর প্রতিটি পোশাকই বিলাসবহুল ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড গুচি থেকে নেওয়া
৬/৮
ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া ভাট পোজ দিয়েছেন স্কাই ব্লু ফুল স্লিভ টপ আর জমকালো সোনালি মিডি স্কার্টে। এখানেও দৃশ্যমান লাল নেটের আকর্ষণীয় স্টকিংস। সঙ্গে জুটি বেঁধেছে ন্যুড রঙের পয়েন্টেড হিল। সেজেছেন নো মেকআপ লুকে
ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া ভাট পোজ দিয়েছেন স্কাই ব্লু ফুল স্লিভ টপ আর জমকালো সোনালি মিডি স্কার্টে। এখানেও দৃশ্যমান লাল নেটের আকর্ষণীয় স্টকিংস। সঙ্গে জুটি বেঁধেছে ন্যুড রঙের পয়েন্টেড হিল। সেজেছেন নো মেকআপ লুকে
৭/৮
জমকালো কালো ফেদার আউটটফিটের সঙ্গে আলিয়া চোখের মেকআপেও রেখেছেন একই রঙের আইশ্যাডোর ছোঁয়া। আর ঠোঁট সাজিয়েছেন ন্যুড লিপস্টিকে
জমকালো কালো ফেদার আউটটফিটের সঙ্গে আলিয়া চোখের মেকআপেও রেখেছেন একই রঙের আইশ্যাডোর ছোঁয়া। আর ঠোঁট সাজিয়েছেন ন্যুড লিপস্টিকে
৮/৮
লাল জর্জেট ফেব্রিকের ফুল স্লিভ টপের সঙ্গে বটমে আকর্ষণ কেড়েছে টিয়ার ড্রপ কাটিংয়ের কালো স্কার্ট। টপের নিচে শোভা পাচ্ছে স্টাইলিশ ইনার। এই আউটফিটের সঙ্গে ফ্যাশনিস্তাদের অবশ্য বিশেষ পছন্দ হয়েছে আলিয়ার হাতে পরা কালো হাফ গ্লাভস
লাল জর্জেট ফেব্রিকের ফুল স্লিভ টপের সঙ্গে বটমে আকর্ষণ কেড়েছে টিয়ার ড্রপ কাটিংয়ের কালো স্কার্ট। টপের নিচে শোভা পাচ্ছে স্টাইলিশ ইনার। এই আউটফিটের সঙ্গে ফ্যাশনিস্তাদের অবশ্য বিশেষ পছন্দ হয়েছে আলিয়ার হাতে পরা কালো হাফ গ্লাভস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন