বড়লোকের খেয়াল বলে কথা। কত কিছুই না করেন বিশ্বখ্যাত বিলিয়নিয়াররা। আর তা নিয়ে প্রায় সবসময় মেতে থাকেন নেটিজেনরা। সম্প্রতি মেটার কর্ণধার মার্ক জাকারবার্গের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী প্রিসিলা চ্যান বেশ ক্যাজুয়াল ভঙ্গীতে একটি ৭ ফিট লম্বা মূর্তির পাশে দাড়িয়ে চুমুক দিচ্ছেন মগের পানীয়তে।
মুহুর্তেই যে কারো চোখ পড়বে মূর্তিটির দিকে। তখনই পড়বে সাড়া। আর তা পড়েছেও। কারণ এই নিখুঁত মূর্তিটি আর কারো নয়, প্রিসিলা চ্যানেরই। তাই তো বুধবার ১৪ আগস্ট থেকে এই ইন্সটাগ্রাম পোস্টটি হাজারে-বিজারে শেয়ার হচ্ছে।
জানা যাচ্ছে, ৭ ফিট লম্বা এই মূর্তি নিউ ইয়র্কের শিল্পী ড্যানিয়েল আরশামের তৈরি। ছবিতে এটি এক দারুণ সুন্দর বাগানের একটি গাছের ধারে রাখা৷ প্রিসিলা এখানে মজা করে লিখেছেন, 'আমি যদি আরো বেশি সং্খ্যক হই, তবে তো তা ভালোই'! ফ্লোউই প্যাটার্নের রূপালি পোশাক পরানো নীল পাথরের মূর্তিটি কিছুটা রোমান আমেজ দিচ্ছে।
এদিকে জাকারবার্গ বলছেন টার্মিনেটর টু সিনেমার টি ১০০০-এর সঙ্গে মিল আছে এর। মার্ক আরো বলেছেন, রোমান ঐতিহ্য অনুযায়ী তিনি স্ত্রীর মূর্তি বানিয়ে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। নেটিজেনরা একদিকে যেমন নীল রঙের জন্য মূর্তিটিকে অ্যাভাটার' সিনেমার চরিত্র বলে হাস্যরস করছেন, তেমনি স্ত্রী ভক্ত মার্কের প্রশংসা করছেন সবাই।
ছবি: মার্ক জাকারবার্গের ইন্সটাগ্রাম