বডি জুয়েলারিতে বাঁধনের সৌন্দর্য রসায়ন
শেয়ার করুন
ফলো করুন

বডি জুয়েলারি আর আজমেরী হক বাঁধনের রসায়ন এককথায় অনবদ্য। আবারও তিনি চোখ ধাঁধালেন বডি জুয়েলারি দিয়ে। পিঠজুড়ে সোনালি ল্যাটিস ডিজাইনের চেইনমেইল স্ট্রাকচার। নিখুঁতভাবে বসেছে সেই বরফি আকৃতির সারিবদ্ধ গয়নার কাঠামোটি ব্যাকলেস ব্লাউজের পিঠের অংশের পরিপূরক হয়ে। রাজসিক ও ঝলমলে সোনালি ধাতব কারুকাজ পুরো লুকে এনেছে ব্যতিক্রমী এক দ্যোতনা। ইংরেজিতে ‘জ ড্রপিং’ লুক বোধ হয় একেই বলে।

মাথা থেকে পা অবধি দেশি সাজপোশাক। সঙ্গে সবকিছু ছাপিয়ে চোখে পড়া বর্ণাঢ্য এই বডি জুয়েলারির অন্তর্ভুক্তির কৃতিত্ব অবশ্য বাঁধন ডিজাইনার জেরিন তাসনিম খানকেই দিলেন। একনামে তাঁকে লরা খান নামেই চেনেন দেশের ফ্যাশনপ্রেমীরা। দেশি গয়নার ফ্যাশন তাঁর ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’র হাত ধরে কোথায় পৌঁছে গেছে, তারই এক প্রকৃষ্ট উদাহরণ এ কাজ।

বিজ্ঞাপন

কথায় কথায় জানা গেল, বহুদিন ধরে একেবারে ইউনিক আর নজরকাড়া বডি জুয়েলারি ডিজাইন করার পরিকল্পনা করছেন লরা। আর অবশ্যই তা বাংলাদেশে সাহসী বডি জুয়েলারির অ্যাম্বাসেডর বাঁধনের জন্য। বাঁধন এমনিতে প্রায়ই পরেন লরার ডিজাইন করা এক্সক্লুসিভ সব গয়না। লরার জন্য চ্যালেঞ্জ ছিল বাঁধনের বডি জুয়েলারি আগের লুকটি (কান চলচ্চিত্র উৎসবের লুক) থেকে একেবারে আলাদা কিছু করা, নিজের মতো করে। আরেকটু জমকালো কিছু করার কথাও ভেবেছেন তিনি। উল্লেখ্য, অভিনেত্রী বাঁধন এর আগে ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে নেকপিসের সঙ্গে পেছনে উল্লম্ব স্ট্রিপ আকৃতির বডি জুয়েলারিসংবলিত একটি হলটারনেক ব্লাউজ পরেছিলেন।

আবার লরা খানের বয়ানে এ ব্লাউজের নিখুঁত ফিটিং ও নির্ভুলভাবে সামনের কাপড়ের সঙ্গে পেছনের জুয়েলারি চেইনমেইল ধাঁচের অংশটি জুড়ে দেওয়ার কাজটি সুচারুরূপে করেছেন ডিজাইনার আনারকলি খান। বাঁধনও ভূয়সী প্রশংসা করলেন আনারকলি খান ও তাঁর ডাস্টকোট—দ্য ব্লাউজের।

বিজ্ঞাপন

আনারকলি খান আর সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী লরা খান মিলে বিশদ পরিকল্পনার প্রক্রিয়া পার হয়ে তবেই এ মাস্টারপিস তৈরি করেছেন। ব্লাউজের কাপড় হিসেবে সঠিকভাবে ডাই করা পিওর সিল্ক ও নেট ব্যবহার করা হয়েছে সামনে ও স্লিভসের অংশে। আংটাসহ জুড়ে দেওয়া লরা খানের ডিজাইন করা কারুকার্যময় অংশটি বসানোর পর এক ট্রায়ালেই নিখুঁত ফিটিং পান বাঁধন। আনারকলি খানের সতর্ক কাটিং, টেইলরিং ও গয়নার অংশটুকু জোড়া দেওয়ার দক্ষতা এ ক্ষেত্রে একটি বড় বিষয়। আবার একই সঙ্গে গোল্ড প্লেটিং করা ব্লাশ মেটাল দিয়ে এমন ধরনের গয়না তৈরি করে পারফেক্ট ফিটিং পাওয়াও ছিল বিরাট চ্যালেঞ্জ।

আর সঙ্গে একই ল্যাটিস প্যাটার্নের কানের দুল ও চুলে পরার অসাধারণ অলংকার মিলে লরা খানের ‘অনসম্বল’-এ অসাধারণ লাগছে বাঁধনকে। খোঁপা না করে চুলের গয়নাটিকে পেছনে লেপটে আটকে দেওয়ার আইডিয়া বাঁধনেরই। আর এতে এসেছে নতুন রকমের লুক।

চোখধাঁধানো এই বডি জুয়েলারি বাঁধন ১৬ সেপ্টেম্বর রাতে পরেছিলেন বিশেষ এক অনুষ্ঠানে। উপলক্ষ ছিল এসওএস শিশুপল্লী, বাংলাদেশের সম্মানজনক কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড গ্রহণ। অলংকৃত ব্লাউজটির সঙ্গে তিনি যথারীতি পরেন তাঁর প্রিয় কারুতন্ত্রের তামাটে খয়েরি একটি জামদানি শাড়ি। তাতে তামাটে আর সোনারঙা কাজ।

বাঁধন জানান, বোনার সময়েই তিনি এ শাড়ি পছন্দ করেছিলেন। কারুতন্ত্রের স্বত্বাধিকারী নুসরাত মার্জিয়া বরাবরের মতোই তাঁকে নিরাশ করেননি। সোনালি ঝলমলে বডি জুয়েলারির সঙ্গে দারুণ মানিয়েছে শাড়িটি। তারকাখ্যাতির শীর্ষে থাকা বাঁধন সব সময়ই দেশি পোশাক ও গয়নায় নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন। বলেন, এর ফলে তাঁর ভক্ত ও অনুরাগীরা দেশীয় ফ্যাশনের প্রতি আগ্রহী হলেই তিনি সার্থকতা খুঁজে পাবেন।

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮: ৪৫
বিজ্ঞাপন