প্রেমের খেলায় সেলেনা হারিয়ে দিলেন বান্ধবী টেইলর সুইফটকে
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের প্রেম, বিয়ে আর লাভলাইফের সবকিছু নিয়ে সবার আগ্রহের শেষ নেই। আর তাঁরা যদি বিশ্বসঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় তারকা টেইলর সুইফট আর সেলেনা গোমেজ হন, তাহলে তো কথাই নেই। বেশ কিছুদিন ধরেই সেলেনা গোমেজ আর আর গীতিকার বেনি ব্লাঙ্কো আর ওইদিকে সেলেনার বান্ধবী টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির প্রেম চলছে জোরেশোরে। ট্রাভিস কেলসি নাকি টেইলরের জন্য এনগেজমেন্ট রিং খুঁজছেন এমন গুঞ্জনও ভাসছে বাতাসে। তবে এই দিক দিয়ে বাজিমাত করলেন।

এক প্রেমময় ইন্সটা পোস্টের মাধ্যমে সেলেনা জানালেন তাঁর আর বেনির এনগেজমেন্টের কথা। এনগেজমেন্টের আংটি আর নিজেদের ভালোবাসার মুহূর্তের ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন তিনি, 'ফরএভার বিগিনস নাও'। অর্থাৎ, চিরদিনের শুরু এখনই।

বেনি ও সেলেনা
বেনি ও সেলেনা
সেলেনা ও টেইলর অনেকদিনের বান্ধবী
সেলেনা ও টেইলর অনেকদিনের বান্ধবী

বান্ধবীর এই আনন্দময় মুহূর্তে টেইলর সুইফট পোস্টে কমেন্ট করে জানিয়েছেন সেলেনা-বেনির বিয়েতে ফ্লাওয়ার গার্ল হতে চান তিনি। এখন দেখা যাক, টেইলর সুইফটের সঙ্গে ট্রাভিস কেলসির এনগেজমেন্টের সুখবর কবে আসে। সেলেনার পেয়ার শেপের হীরার ঝিকমিকে আংটিটি সত্যিই নজরকাড়া। আবার নিচে কমেন্ট করে বেনি লিখেছেন, 'আরে, এ তো আমার বউ'।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৫
বিজ্ঞাপন