হঠাৎ বিয়ে করে ফেললেন যাঁরা
শেয়ার করুন
ফলো করুন

ঈদের পরে সাধারণত বিয়ের ধুম পড়ে যায়। আর আজ জানা গেল তিন তিন জন সুপরিচিত অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারের বিয়ের কথা। প্রথমেই সামাজিক মাধ্যমে বিয়ের খবর আর ছবি শেয়ার করেছেন জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার রাবা খান।

বিয়ে করলেন রাবা খান
বিয়ে করলেন রাবা খান
লাল শাড়িতে খুব মানিয়েছে নতুন বউ রাবাকে
লাল শাড়িতে খুব মানিয়েছে নতুন বউ রাবাকে

কমেডি ঘরানার ভিডিও কন্টেন্ট তৈরির পাশাপাশি তিনি গানও করেন। লাল বেনারসি পরে বিয়ে করেছেন সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা আরাফাত মহসিনকে। তাঁর বিয়েতে অনেক তারকাই এসেছেন। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে রাবার বিয়ের ছবি নিয়ে।

বিজ্ঞাপন

এরপর জানা গেল শামীম হাসান সরকারের বিয়ের খবর। অভিন্য করার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেও পরিচিতি আছে শামীমের।

ট্র্যাডিশনাল বিয়ের পোশাকে বর-কনে
ট্র্যাডিশনাল বিয়ের পোশাকে বর-কনে
পারিবারিক আবহে আনন্দঘন বিয়ের অনুষ্ঠান
পারিবারিক আবহে আনন্দঘন বিয়ের অনুষ্ঠান

কলারে কারুকাজ করা অফ হোয়াইট শেরওয়ানি পরেছেন বরবেশ শামীম। আর কনের নাম জানা না গেলেও তাঁর লাল শারির জমকালো লুক নজর কাড়ছেন সকলের।

বিজ্ঞাপন

নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে নুরটেলা নামে সুপরিচিত হবু ডাক্তার ঐশীও সারপ্রাইজ দিলেন অনুসারী ও ভক্তদের নিজের বিয়ের ছবি শেয়ার করে।

বেবি পিংক শাড়িতে নুরটেলা ঐশী
বেবি পিংক শাড়িতে নুরটেলা ঐশী

কারুকাজ করা বেবি পিংক শাড়ি ও ওড়নার সঙ্গে মিনিমাল মেকওভারে তাঁকে দারুণ লাগছে। অবশ্য বরের সাদা শেরোয়ানি পরা অবয়ব পেছন থেকে দেখা গেলেও এখনো মুখ দেখান নি তিনি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০: ১৬
বিজ্ঞাপন