অভিনেত্রী কেয়া পায়েলের তিন ওয়েস্টার্ন লুক
শেয়ার করুন
ফলো করুন

নিউইয়র্ক সিটির টাইম স্কয়ারের ব্যস্ত রাস্তায় অভিনেত্রী পায়েল ধরা দিয়েছেন ক্যামেরায়। স্টাইলিশ এ অভিনেত্রী পরেছেন কালো বডিকন পোশাক। গ্যাদারড প্যাটার্নের পুরো পোশাকে শোভা পাচ্ছে গোলাপি ফুলের মোটিফ। মনে হচ্ছে, আস্ত একটা ফুলের বাগান ফুটে উঠেছে পোশাকে। পোশাকটির বিশেষ সুবিধা হলো, এটি চাইলে স্লিভলেসভাবে পরা যাবে আবার লেয়ারিংও করা যাবে।

কেয়া পায়েল তাঁর বডিকন জামার ওপর একই প্রিন্টের লম্বা শ্রাগ বেছে নিয়েছেন। আউটফিটের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছেন গোলাপি ফেদার ফ্ল্যাট স্যান্ডেল। সাজ অনুষঙ্গে মিনিমাল ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিনেত্রী। নো মেকআপ লুকে সেজেছেন চোখে আইলাইনার আর ন্যুড লিপস্টিকে। চুল মাঝসিঁথি করে ছেড়ে কানে পরেছেন কালো পাথরের ঝুলানো দুল। সবশেষে অলিভ রঙের সাইড ব্যাগ নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরেক ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী গিয়েছেন নিউইয়র্ক সিটির ফরেস্ট হিলে। এ সময় তিনি পরেছেন হলটার নেকের স্লিভলেস ক্রপ টপ আর ফ্লেয়ার জিন্স।

চুলগুলো একপাশে ফেলে রেখেছেন স্টাইল করে। নেকপিস হিসেবে এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী লেয়ার চেইন, কানে ঝুলানো দুল আর হাতে পরেছেন ঘড়ি।

বিজ্ঞাপন

এই ছবিতে কেয়া পায়েলকে দেখা যাচ্ছে কালো কো-অর্ড পোশাকে। ওপরে পরেছেন ওয়ান শোল্ডার টপ আর বটম হিসেবে হাই ওয়েস্ট বডিকন স্কার্ট। গয়নার কোনো ভারিক্কি নেই।

শুধু নেকপিস হিসেবে অভিনেত্রী পরেছেন সবুজ পাথরে সিম্পল লকেটসহ চেইন। একদম নো মেকআপ মেকআপ লুকে চুল মাঝসিঁথি করে ছেড়ে রেখেছেন তিনি। তারপর হাস্যোজ্জ্বল কেয়া পায়েল একগুচ্ছ সূর্যমুখী আর নীল গোলাপ হাতে ফ্রেমবন্দী হয়েছেন।

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন