কয়েকদিন ধরে বিনোদন জগতের আকর্ষণের কেন্দ্রে থাকা সদ্য অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সিনেমাটিক ও বক্স অফিস অ্যাচিভমেন্ট বিভাগে মনোনয়ন পেয়েছিল পপ রাজকুমারী টেইলর সুইফটের প্রামাণ্যচিত্র। বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড এবং আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের বড় বড় তারকারা। টেইলর সুইফটের সাড়া জাগানো প্রামাণ্যচিত্র টেইলর সুইফট:দ্য ইরাস ট্যুর এতে মনোনয়ন পাওয়ায় সুইফটিরা ছিলেন যারপরনাই উচ্ছসিত।কিন্তু দূর্ভাগ্যবশত তাঁর সিনেমাটি পুরস্কার জিততে পারেনি।
এই বিভাগে পুরস্কার জিতেছে হলিউডের ২০২৩ সালের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় সিনেমা বার্বি কিন্তু টেইলর সুইফট বড় মনের পরিচয় দিয়ে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান বার্বি মুভির এই জয়কে। আর স্বভাবসুলভ উচ্ছলতায় সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখেন তিনি অনুষ্ঠানের পুরো সময়টা।
বার্বি মুভি পুরস্কার জেতায় সুইফটিদের মন খারাপ হলেও খোদ টেইলর কিন্তু পুরো অনুষ্ঠানে ছিলেন বেশ ফুরফুরে মুডে। অনুষ্ঠানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন তিনি। উল্লেখ্য, ৫ম বারের মত গোল্ডেন গ্লোবের মনোনয়ন পেয়েছেন টেইলর। কিন্তু কোন বারই পুরস্কার জিততে পারেননি। তবে তাতে তাঁর বন্ধুদের সঙ্গে মজার সময় কাটানো, আড্ডা, হাসি আর হৈ-হুল্লোড়ে কোনোই ভাটা পড়েনি।
গুচির চোখ ধাঁধানো ঝলমলে সবুজ পুরো দৈর্ঘ্যের গাউনে সবসময়ের মতো অপরূপা টেইলর প্রিয় বন্ধু সেলেনা গোমেজকে জাপ্টে ধরেছেন উচ্ছাসে। কাইলি টেলারের সঙ্গেও মজার সময় কাটিয়েছেন টেইলর। তবে সবশেষে সকলের হৃদয় জিতে নিলেন বছর জুড়ে একের পর এক রেকর্ড ভাঙা আর সম্মাননা পাওয়া টেইলর সুইফট। বার্বি মুভি পুরস্কার পাওয়ায় তাঁর স্বতঃস্ফূর্ত উচ্ছাস প্রকাশের কারণে প্রশংসায় ভাসছেন টেইলর সুইফট৷
ছবি: গোল্ডেন গ্লোবের ইন্সটাগ্রাম