সাদায় স্নিগ্ধ সুনেহরা
শেয়ার করুন
ফলো করুন

স্টাইলিশ তারকা হিসেবে সুপরিচিত এই সময়ের অন্যতম আলোচিত তারকা সুনেহরা বিনতে কামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দিলেই দেখা যায় তাঁর নিত্যনতুন নজরকাড়া ছবি। কখনো তিনি ফ্রেমবন্দী হন দেশি সাজে আবার কখনো পশ্চিমা স্টাইলে। সব ধারার সাজ তাঁর ব্যক্তিত্বের সঙ্গে বেশ দারুণভাবে মানিয়ে যায়। সম্প্রতি তিনি দেখা দিয়েছেন জমকালো সাজপোশাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তিনি পরেছেন সাদা রঙের সালোয়ার-কামিজ ও পিচ শেডের দোপাট্টা। কামিজের বুকের কাছে পুঁতি, স্প্রিং ও সুতার সুন্দর কাজ করা। সালোয়ার–কামিজটি বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইবের।
সালোয়ার–কামিজের সঙ্গে গয়না হিসেবে সুনেহরা বেছে নিয়েছেন রুপার অ্যান্টিক ধাঁচের কানের দুল। নাকে পরেছেন ছোট্ট নাকফুল। হাতে মানানসই রুপালি চেইনের হাতঘড়ি।

বিজ্ঞাপন

জমকালো সালোয়ার–কামিজের সঙ্গে একটু ভারী মেকআপ করেছেন এই স্টাইলিশ অভিনেত্রী। হালকা বেজ মেকআপের ওপর গালে অনেকখানি গোলাপি টোনের ব্লাশঅন বুলিয়ে নিয়েছেন। চোখের কোণে ও নাকের ওপর হাইলাইটারের ব্যবহার সুস্পষ্ট। ঠোঁটে দিয়েছেন বেরি রঙের লিপস্টিক। চোখ সাজিয়েছেন কাজল, মাশকারা ও ন্যুড আইশ্যাডোতে। তবে এমন জমকালো সাজেও সুনেহরাকে বেশ স্নিগ্ধ লাগছিল। গরমের দিনের কোনো সান্ধ্য আয়োজনের জন্য চাইলেই সুনেহরার এই লুক অনুসরণ করা যায় অনায়াসে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন