টেইলর সুইফটের মিউজিক ট্যুরকে ঘিরে বিশ্বব্যাপী উন্মাদনা
শেয়ার করুন
ফলো করুন

চলছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের বহুল প্রতীক্ষিত ‘ইরাস ট্যুর’। এরই মধ্যে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসে আটটি বিভাগে নমিনেশন পেয়েছেন তিনি। এদিকে তাঁর ট্যুরকে গ্র্যামি কর্তৃপক্ষ দিয়েছে কিংবদন্তির তকমা। এসব নিয়ে টেইলর সুইফটের পৃথিবীব্যাপী অগণিত ভক্ত, যাঁরা নিজেদের ‘সুইফটি’ বলতে ভালোবাসেন, তাঁদের মধ্যে দেখা যাচ্ছে প্রিয় শিল্পী ও তাঁর ট্যুরকে ঘিরে তুমুল উন্মাদনা।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকাদের একটা তালিকা যদি করা হয়, তাহলে প্রথম পাঁচের মধ্যে টেইলর সুইফটের নাম থাকবেই। নানা বিতর্ক ও ইন্টারনেট ট্রলের মধ্যে থাকা সত্ত্বেও সারা দুনিয়ায় তাঁর রয়েছে কোটি কোটি ভক্ত। টেইলরের প্রভাব এত বেশি যে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে নিয়ে একটি কোর্স চালু করেছে। এমন একজন প্রভাবশালী ও জনপ্রিয় তারকা যখন প্রায় পাঁচ বছর পর সংগীতের বিশ্ব সফরের ঘোষণা দেন, তখন তা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা হবে, এটাই স্বাভাবিক।

বিজ্ঞাপন

চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল টেইলর সুইফটের বহুল প্রতীক্ষিত ইরাস ট্যুর। ঘোষণা আসার পরপরই গ্র্যামি কর্তৃপক্ষ এই সংগীত সফর যে ‘কিংবদন্তি’ হতে চলেছে, তা ভবিষ্যদ্বাণী করেন। কিনলরের এই ঐতিহাসিক সংগীতসফর তাঁদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

টিকিট মাস্টার হলো বিশ্বের সবচেয়ে বড় টিকিট কেনার অনলাইন মার্কেটপ্লেস। ইরাস ট্যুরের টিকিট এখানে প্রথম বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের আশায় রেকর্ডসংখ্যক ভক্ত এখানে লগইন করলে ওয়েবসাইট ক্র্যাশ করে। এরপর যখন সব ঠিকঠাক, তখন একদিনে ২০ লাখের বেশি টিকিট বিক্রি হয়। এই প্রথমবারের মতো একজন শিল্পীর জন্য এক দিনে টিকিট মাস্টারে সর্বোচ্চসংখ্যক টিকিট বিক্রি হলো।

বিজ্ঞাপন

এ তো গেল কনসার্ট শুরুর আগের ঘটনা। যেদিন কনসার্ট শুরু হলো, সেদিনই আরেকটি নতুন রেকর্ড গড়েন টেইলর। অ্যারিজোনার গ্লেনডেলে ইরাস ট্যুরের উদ্বোধনী আয়োজনে কমপক্ষে ৭০ হাজার ভক্ত অংশগ্রহণ করেন। আমেরিকার ইতিহাসে টেইলরই প্রথম কোনো নারী শিল্পী, যাঁর কনসার্টে এতসংখ্যক মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন।

আমেরিকার অর্থনীতিতেও বেশ বড় অবদান রাখছে এই ট্যুর। কনসার্ট নিয়ে ‘সুইফটিস’দের (টেইলরের ভক্তদের জন্য দেওয়া বিশেষ নাম) উন্মাদনা এতটাই যে টিকিটের দাম তিন হাজার ডলার উঠেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ‘নিউইয়র্ক টাইমস’-এর দাবি, প্রতি রাতে ১ কোটি ৪০ লাখ ডলারের টিকিট বিক্রি হয়। ব্যবসাবিষয়ক মার্কিন সাময়িকী ইংক জানিয়েছে, প্রতি শো থেকে সুইফটের গড়ে এক কোটি ডলারের ব্যবসা হয়েছে, যা থেকে গণমাধ্যমটি পূর্বাভাস দিয়েছে, পুরো সফর থেকে আনুমানিক এক বিলিয়ন ডলারের বেশি ব্যবসা হতে পারে। যদি তা-ই হয়, তাহলে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তারকা হিসেবে বিলিয়নিয়ারদের খাতায় নাম উঠবে টেইলরের।

দিলদরিয়া টেইলরের কথা আমাদের অনেকেরই জানা। অসুখ-বিসুখ হোক বা প্রাকৃতিক দুর্যোগ—হাত বাড়িয়ে দেন তিনি। এই ইরাস ট্যুরের সঙ্গে থাকা ট্রাকচালকদের প্রত্যেককে এক লাখ ডলার অনুদান দিয়ে তিনি এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন। সিএনএন জানিয়েছে, প্রতি ট্যুরেই কর্মীদের বোনাস দেন টেইলর। কিন্তু সেটা হয় ৫ থেকে ১০ হাজার ডলারের মধ্যে। তবে এবার তিনি যে অঙ্কের অনুদান দিয়েছেন, তা অবিশ্বাস্য।

গত জুলাই মাসের ২২ ও ২৩ তারিখে সিয়াটলে অনুষ্ঠিত কনসার্টে হাজির হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ভক্ত। ভক্তদের চাপ ও সাউন্ড সিস্টেমের জন্য এই শহরে ভূকম্পন অনুভূত হয়েছে। ২ মাত্রার এই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছে ‘সুইফট কোয়্যাক’। আমেরিকায় কোনো কনসার্টের জন্য ভূমিকম্প সৃষ্টি হওয়ার ঘটনা এটাই প্রথম।
৯ আগস্ট ইরাস ট্যুরের আমেরিকা পর্ব শেষ হয়েছে। ২৪ আগস্ট মেক্সিকো সিটি থেকে শুরু হবে দেড় বছরের দীর্ঘ বিশ্ব সংগীতসফর। সুইফটিসরা ছাড়াও সাধারণ অনেক মানুষ এখন টেইলরের আরও নতুন চমক ও রেকর্ড দেখার অপেক্ষায় রয়েছেন।

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯: ১৫
বিজ্ঞাপন