আসছে ‘জাওয়ান’ তারকা নয়নতারার স্কিনকেয়ার ব্র্যান্ড
শেয়ার করুন
ফলো করুন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। কিছুদিন আগে ‘জাওয়ান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। অভিষেকেই বাজিমাত করেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা। জাওয়ানের ঘোর কাটতে না কাটতে নতুন করে খবরের শিরোনাম হলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নতুন স্কিনকেয়ার ব্র্যান্ড লঞ্চ করার ঘোষণা দিয়েছেন। নাম ‘নাইনস্কিন’ (9SKIN)।

ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী বলেন, ‘আজ আমাদের ছয় বছরের নিরলস প্রচেষ্টা ও ভালোবাসা প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রকৃতি ও আধুনিক বিজ্ঞানের ন্যানোটেকনোলজির সাহায্যে হৃদয় উজাড় করে প্রতিটি পণ্য ডিজাইন করেছি।’ এই পোস্টের সঙ্গে নাইনস্কিন ব্র্যান্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজের লিংক জুড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এখনো কোনো প্রোডাক্টের ছবি না থাকা সত্ত্বেও মাত্র দুই দিনের মধ্যে এই ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ার সংখ্যা হয়েছে প্রায় ৬০ হাজার। নয়নতারা ভক্তরা নাইনস্কিন নিয়ে বেশ উচ্ছ্বসিত। অনেকে তাঁর এই নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আবার ঠিক কেমন পণ্য আসছে বা সেগুলোর দামই–বা কেমন হবে, এই ব্যাপারে কিছু না জানানোর জন্য ভক্তদের মধ্যে জল্পনা–কল্পনা শুরু হয়েছে।

এটিই কিন্তু নয়নতারার প্রথম উদ্যোগ নয়। এর আগে তিনি তাঁর বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ডার্মাটোলজিস্ট ড. রেনিতা রাজনের সঙ্গে দ্য লিপ বাম কোম্পানি নামের ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। ভারতীয় বাজারে এই ব্র্যান্ডের লিপ বামের বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে এর নান্দনিক প্যাকেজিং সবাইকে মুগ্ধ করেছে। নয়নতারার নাইনস্কিনের পণ্যগুলোও এমন আকর্ষণীয় ও কার্যকর হবে বলে আশা করছেন তাঁর ভক্তরা। ২৯ সেপ্টেম্বর নাইনস্কিনের অফিশিয়াল ওয়েবসাইটে সব পণ্য পাওয়া যাবে।

ভারতীয় তারকাদের বিউটি ব্র্যান্ড প্রতিষ্ঠার ঘটনা নতুন নয়। ক্যাটরিনা কাইফের মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’, প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ারকেয়ার ব্র্যান্ড ‘আনোমালি’, দীপিকা পাড়ুকোনের স্কিনকেয়ার ব্র্যান্ড ‘এইটি টু ডিগ্রিস ইস্ট’–এর বেশ ভালোই সুনাম আছে। এখন নয়নতারা তাঁর ব্র্যান্ড দিয়ে ভক্তদের মন কতটা ভরাতে পারেন, তা সময়ই বলে দেবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫: ০০
বিজ্ঞাপন