সুগন্ধির রয়েছে নানা ধরন। পছন্দের ধরনও সবার আলাদা। কেউ তীব্র গন্ধ পছন্দ করেন, কেউ মৃদু। গরমের কথা মাথায় রেখে সুগন্ধিপ্রেমীরা এবার বেছে নিয়েছেন মাইল্ড পারফিউম। ইংল্যান্ডের ব্র্যান্ড বডিশপের ইউনিসেক্স পারফিউমগুলো এই গরমে বেশ বিক্রি হয়েছে। এর মধ্যে ‘হোয়াইট মাস্ক’ বেশি কিনেছেন বলে জানা গেছে। এটি একটি মুড চেঞ্জিং পারফিউম বলে সমাদৃত। এ ছাড়া বডিশপের ‘গোল্ড অ্যাকশন’, ‘বোল্ড অ্যাম্বিশন’ও বেশ পছন্দ সবার। এই পারফিউমগুলো গাছের নির্যাস থেকে তৈরি বলে পরিবেশবান্ধব। এ ছাড়া মেয়েদের ফেবারিট ব্র্যান্ড ভিক্টোরিয়া’জ সিক্রেটের ‘লাভ স্পেল’, গুচির ‘গিল্টি ব্ল্যাক’ এবং হুগো বসের ‘ফেম’ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানান বিক্রেতারা। অনেকে বেছে নিচ্ছেন ববি ব্রাউনের ‘বিচ’ পারফিউমটি। এটিতে ফুল, স্যান্ড, অ্যারোমাসহ অনেকগুলো ফ্লেভার রয়েছে। ভিক্টোরিয়া’স সিক্রেটের আরেকটি পারফিউম ‘বম্বশেল সামার ও বম্বসেল প্যারাডাইস’ এ সময়ে মেয়েদের বেশ পছন্দের।
এমন আবহাওয়ায় ফুল ও ফলের নির্যাসের পারফিউমগুলো বেশি রিফ্রেশিং লাগে। এগুলোর গন্ধও ততটা তীব্র নয়। দুবাইয়ের ব্র্যান্ড আল হারামাইনের পারফিউমগুলোর মধ্যে বেশি বিক্রি হয়েছে কস্তুরি ও ফুলের সংমিশ্রণে তৈরি ‘মাস্ক আলিকি’ এবং পোর্টফলিও রয়্যাল স্ট্যালিয়ন’ পারফিউম। অন্যদিকে ছেলেদের পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছে ভারসাচি ব্র্যান্ডের ‘ইরোস’ পারফিউমটি। বিভিন্ন সুগন্ধির সংমিশ্রণে তৈরি হয়েছে এটি। এ ছাড়া জর্জিও আরমানি ব্র্যান্ডের ‘অ্যাকুয়া ডি জিও’ ছেলেদের হালের পছন্দ বলা যায়। একটু তীব্র গন্ধ যাঁদের পছন্দ, তাঁরা বেছে নিচ্ছেন কেলভিন ক্লাইনের ‘অবসেশন’ পারফিউমটি।
পারফিউম ও বডি মিস্ট অনেকটা কাছাকাছি মনে হলেও পারফিউমের চেয়ে বডি মিস্টে সুগন্ধি তেলের পরিমাণ কম থাকে। গরমের জন্য রিফ্রেশিং বডি মিস্ট মেয়েরা সবচেয়ে বেশি ব্যবহার করেন। বডিশপের ‘শিয়া বাটার’ বডি মিস্টের এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা। এ ছাড়া ওয়াটার গার্লের ‘ভ্যানিলা’, ভিক্টোরিয়া’স সিক্রেটের ফুল এবং ফলের নির্যাসের তৈরি ‘বম্বশেল’ ও ‘ভ্যানিলা’, লেয়ার শটের ‘পাওয়ার প্লে’, ক্লারিসের ‘রেভ কালচার’ বেশি পছন্দ করছেন মেয়েরা।
তরুণ প্রজন্মের কাছে সুগন্ধি হিসেবে সবচেয়ে বেশি সমাদৃত হচ্ছে বডি স্প্রে। পারফিউমের চেয়ে তুলনামূলক কম দামে বডি স্প্রে পাওয়া যায় বলে এটি বেশি কেনা হয়। এ সময়ে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে অ্যাডিডাসের ‘ফ্রুটি রিদম’, ব্লু লেডি, সিক্রেট, এনচান্টারের ‘রোমান্টিক’, ইয়ার্ডলির ইংলিশ ল্যাভেন্ডার, এনগেজের ‘ব্লাস’, ফগের ‘প্যারাডাইস’, বেভারলি হিলস, পোলো ক্লাব ইত্যাদি। অন্যদিকে ছেলেদের পছন্দ অ্যাডিডাসের ‘আইস ড্রাইভ’ ও ‘ভিক্টোরিয়া লিগ’, আরমাফের ‘ক্লাব ডে নিট’। এ ছাড়া রয়েছে রয়্যাল ব্লুর অ্যাকুয়া সৌরভের বডি স্প্রে, ওয়াইল্ড স্টোনের ‘কোড টাইটেনিয়াম ও প্ল্যাটিনাম’, ডানহিলের ‘ডিজায়ার ব্লু’ ও ‘ফগ মাস্টার’।
ছবি: প্রতিবেদক