ঈদের ট্রেন্ডি মেহেদির নকশা
শেয়ার করুন
ফলো করুন

ঈদের সঙ্গে মেহেদির আছে ওতপ্রোত সম্পর্ক। তবে ঐতিহ্যবাহী রীতিতে আর আজকাল মেহেদি দেওয়া হয় না বললেই চলে। মেহেদির মিশ্রণ তৈরি হচ্ছে অত্যাধুনিক পদ্ধতিতে। আর এই মেহেদি দেওয়ার জন্যও আছেন বিশেষায়িত সব মেহেদিশিল্পী। এবারের ঈদে মেহেদির নকশায় জনপ্রিয় ও চমৎকার সব ট্রেন্ড ও নকশার কথা জানাচ্ছেন মেহেদিশিল্পী শাহরিয়ার আলম

বিজ্ঞাপন

মেহেদির আবেদন থাকে বছরজুড়েই। উপলক্ষ ছাড়াই তরুণীদের চলে যখন-তখন মেহেদি পরার উৎসব। কিন্তু সামনেই আসছে ঈদ। তাই  রঙিন নকশায় হাত রাঙানোর উপলক্ষটিও চলে এল। ঈদের সঙ্গে মেহেদির আছে এক ওতপ্রোত সম্পর্ক। চাঁদরাতে হাতভর্তি মেহেদি দিয়ে রং ধরার অপেক্ষা যেন ঈদের চাঁদ ওঠার অপেক্ষার চেয়ে কোনো অংশে কম নয়। তবে আজকাল আর মেহেদিপাতা সংগ্রহ করে ঘরোয়া উপাদানের সমন্বয়ে মিহি করে বেটে, কাঠিতে লাগিয়ে ঐতিহ্যবাহী কায়দাকানুন মেনে মেহেদি দেওয়ার প্রচলন নেই বললেই চলে। মেহেদির মিশ্রণ তৈরির নিয়মে এসেছে আধুনিকতা। ছুটে চলার এই যুগে কম সময়ে হাতজুড়ে নকশা করতে দোকানের মেহেদি কোনগুলোই ভরসা। তবে এখন বহু ধরনের মেহেদি পাওয়া যায়, এমনকি কোনবন্দী অর্গানিক মেহেদিও রয়েছে বাজারে। আবার মেহেদির টুকটুকে লালচে কমলা বা মরচে রঙের সৌন্দর্য এর নকশার ওপরই নির্ভর করে। প্রতিবছরই ঈদে মেহেদির নকশায় যোগ হয় নতুন নতুন ট্রেন্ড। কখনো সবার পছন্দের তালিকার শীর্ষে থাকে হাতজুড়ে ঘন নকশা আবার কখনো সবাই চান হালকা প্যাটার্নের নকশা। মেহেদির জন্য এবারের ঈদের ট্রেন্ড জানাচ্ছেন মেহেদিশিল্পী শাহরিয়ার আলম। নিজের করা এমন ১০টি মেহেদির নকশার কথা জানাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

এবার ঈদে থিমনির্ভর নকশা চলবে বেশ। মেহেদির নকশায় কার্ডের থিমে একেবারেই নতুন ট্রেন্ড। এ ধরনের নকশা হাতজুড়ে হয় না। হাতের কিছুটা অংশ থাকে ফাঁকা। আঙুলে থাকবে আধুনিক ছিমছাম নকশা, যা বিশেষ করে তরুণীদের কাছে খুবই ট্রেন্ডি।

এমন ইন্ডিয়ান অ্যারাবিক স্টাইলের মেহেদির নকশা বেশ জনপ্রিয়তা পাবে এবার। এই নকশাও হাতজুড়ে পরা হয় না। হাতের কবজি বা তার একটু ওপর পর্যন্তই এর দৈর্ঘ্য হয়। হাতের মাঝে মাঝে থাকে খালি জায়গাও।

ফ্লোরাল স্টাইলের নকশা কিন্তু কয়েক বছর থেকেই রয়েছে পছন্দের তালিকার শীর্ষে। তবে এবার এই ফুলেল নকশায় এসেছে কিছুটা পরিবর্তন। ফুলেল কাজে নেগেটিভ স্পেস বা ভরাট ফ্লোরাল নকশা এবার বেশ চলবে।

গলফ স্টাইলও কিন্তু অনেক বছর ধরেই জনপ্রিয়। কিন্তু এবার শুধু লম্বা করে ফুল বা লতা-পাতা নয়, বরং আধুনিক নকশা প্রাধান্য পাবে। হাতের পাতায় বা ওপরে সহজে ও কম সময়ে এই নকশা করে ফেলা যায়।

পুরো হাতে জমকালো নকশার আবেদন থাকবে সব সময়েই। বিশেষ করে ঈদের সময়ে যাঁরা বিয়ে করছেন বা পরিবারে বিয়ের অনুষ্ঠান হবে, তাঁদের জন্য এমন নকশা এক ঢিলে দুই পাখি। এমন গোল ব্র্যাসলেটস নকশায় হাত রাঙাতে পারেন চাইলে যে কেউই।

গোল মানডালা নকশা পুরোনো হলেও এর কদর রয়েছে এখনো। ক্ল্যাসিক ও ট্র্যাডিশনাল নকশা পছন্দ হলে মানডালা নকশা করা যেতেই পারে। লম্বা হাতের জন্য গোল নকশাই মানানসই।

ঈদে মেহেদির নকশার নতুন একটি ট্রেন্ড হলো ময়ূর বা পিকক নকশা। খুব রাজকীয় এই নকশা ঈদে সবার পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকবে বলে মনে করছেন শাহরিয়ার। হাতের ওপরের অংশে এমন নকশা করা হয়। আঙুল জুড়ে ভরাট নকশার সঙ্গে ময়ূরের কারুকাজ আনবে উৎসব মুখর আমেজ।

চেক বা গ্রিডস নকশায় হাতজুড়ে মেহেদি দেওয়া যায়। কাস্টমাইজ করে এবার ঈদে অনেকেই এই স্টাইলে মেহেদি পরবেন। হাতের ওপরের অংশের জন্য চেক বা গ্রিডস স্টাইল ভালো। নকশাটি ভরাট, কিন্তু বেশ ছিমছাম।

হাতে লম্বা করে মেহেদি পরার ট্রেন্ডও এবার দেখা যাবে। বিশেষ করে হাতজুড়ে মেহেদি পছন্দ হলে এ ধরনের নকশা করা যায়। এবার ঈদে মেহেদির নকশায় হাতির ব্যবহার বেশ দেখা যাবে। এতে মেহেদির নকশায় আসে রাজকীয় ভাব ও উৎসবের আমেজ।

কিশোরীদের সব সময়ের পছন্দ হালকা ঘরানার নকশা। শুধু হাতের ওপরের অংশের আঙুল ও কবজির কিছুটা অংশ মেহেদিতে রাঙিয়ে নেওয়া এবারের ঈদে কিশোরীদের জন্য হবে অন্যতম জনপ্রিয় ট্রেন্ড। এর প্রধান কারণ, এই নকশা পাশ্চাত্য বা ট্র্যাডিশনাল সব ধরনের পোশাকের সঙ্গেই মানায়।

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১৮: ০৩
বিজ্ঞাপন