বিএসওএবির আয়োজনে শুরু হয়েছে হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪
শেয়ার করুন
ফলো করুন

‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪–এর এই উদ্যোগ কেবল কর্মক্ষেত্র তৈরি নয়, বরং যথাযথ সুযোগ প্রদানের মাধ্যমে দেশব্যাপী নারীদের অনুপ্রাণিত করবে। দেশবাসীর প্রতি আমার আহ্বান, সকলে বিএসওএবির এই মহৎ উদ্দেশ্য সমর্থন করুন এবং এমন একটি ভবিষ্যৎ নিশ্চিতে সাহায্য করুন, যেখানে সমাজে পিছিয়ে থাকা নারীরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।’ এই আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী মো. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার সকালে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) আয়োজনে ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪’–এর উদ্বোধনীতে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রীকে সম্মাননা স্মারক উপহার দেয়া হচ্ছে
হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রীকে সম্মাননা স্মারক উপহার দেয়া হচ্ছে

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ৩ নম্বর হলে শুরু হয়েছে বিএসওএবির আয়োজনে দুদিনের ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪’। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান, সেক্রেটারি সুমনা হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শারমিন কচি; ভাইস প্রেসিডেন্ট নিলুফার খন্দকার ও গীতি বিল্লাহ, ইভেন্ট সেক্রেটারি কাজী কামরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট সেক্রেটারি রাজিয়া সুলতানা ও ট্রেজারার সায়েরা মঈন।

বিজ্ঞাপন

দেশে সৌন্দর্যবিষয়ক এ ধরনের আয়োজন এবারই প্রথম। এই আয়োজনে অংশ নিতে সারা দেশ থেকে ঢাকায় হাজির হয়েছেন বিউটি ও হেয়ার স্যালনের কর্ণধার, বিউটি এক্সপার্ট, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিশ ও সৌন্দর্যসচেতনরা। তাঁদের পদচারণে সারা দিন মুখর ছিল আইসিসিবির ৩ নম্বর হল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান বলেন, ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ দেশের বিউটি ইন্ডাস্ট্রিকে ত্বরান্বিত করতে, পরিবর্তন নিয়ে আসতে, সদস্যদের ক্ষমতায়ন ও নতুনদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এই অনন্য যাত্রায় সকলকে আমাদের সাথে যোগদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করি।’

বিজ্ঞাপন

হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্টল সাজিয়েছে দেশের কিছু জনপ্রিয় বিউটি ও হেয়ার ব্র্যান্ড। এদের মধ্যে উল্লেখযোগ্য মেরিল রিভাইব, অসোগো, কিউন হেয়ার কসমেটিকস, টিফানি বিডি, ক্রায়োলান বাংলাদেশ ইত্যাদি। স্টলগুলোতে দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে মেকআপ ও হেয়ার স্টাইলিংয়ের পাশাপাশি এই উৎসব উপলক্ষেই সৌন্দর্য পণ্যে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থাও আছে।

আছে নানা ব্র্যান্ডের উপস্থিতি
আছে নানা ব্র্যান্ডের উপস্থিতি

এদিনের বিশেষ আকর্ষণ ছিল হেয়ার ডমোনেস্ট্রেশন। এই পর্বে থাইল্যান্ডের প্রফেশনাল হেয়ার ডিজাইনার মিকি আচার দর্শকদের সামনে তানিয়া নামের একজন মডেলের হেয়ার কাট করে দেখান। এর মাধ্যমে বাংলাদেশে যাঁরা চুলের কাট নিয়ে কাজ করছেন, তাঁরা হেয়ার কাটের নতুন টেকনিক সম্পর্কে জানতে পারেন। সরাসরি প্রশ্ন–উত্তরের কারণে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগও ছিল। এই সময় মিকি আচারের সঙ্গে ছিলেন হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম।

এরপর অনুষ্ঠিত হয় বিশেষ ফ্যাশন শো। এখানে মডেলরা বিভিন্ন ধরনের ট্রেন্ডি হেয়ার স্টাইল নিয়ে র‍্যাম্পে হাঁটেন। তাঁদের হেয়ার স্টাইলিং করেন কাজী কামরুল হাসান।
বিকেলে ছিল বিশেষ আলোচনা অনুষ্ঠান। ‘সাফল্যের দ্বার উন্মোচন: ব্যবসায় সমস্যা ও সমাধান’ এ বিষয়ে আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর) মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান ও বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। আলোচনা অনুষ্ঠানে সঞ্চলনার দায়িত্ব পালন করেন ফ্যাশন ও লাইফস্টাইল সাংবাদিক শেখ সাইফুর রহমান।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা
আলোচনা অনুষ্ঠানে বক্তারা

বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রি এবং এর সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। অনেক বিউটি পারলার ও হেয়ার স্যালনের মালিকেরা ব্যবসাসংক্রান্ত নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। এদের আয়কর ও ভ্যাট–ট্যাক্স–সংক্রান্ত সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর) মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত বিউটি পারলার ও হেয়ার স্যালনের মালিকদের আশ্বস্ত করেন যে তাঁদের ট্যাক্স, টিন ও বিআইএন–সংক্রান্ত সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ড সব ধরনের সহযোগিতা করবে।

রিজওয়ানা হাসান বলেন, সৌন্দর্যসেবা এখন আসলে বিলাসী বিষয় নয়, বরং যাপনের অংশ। তবে পরিবেশক বাঁচিয়ে আমরা এই শিল্পকে এগিয়ে নিতে হবে। একইভাবে এমন সব প্রসাধন ব্যবহার করতে হবে যা মানুষ ও পরিবেশের ক্ষতি করবে না।

অন্যদিকে কানিজ আলমাস খান সৌন্দর্যশিল্প খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানান এই খাতের জন্য সঠিক জরিপের ব্যবস্থা করার।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দুটি ফ্যাশন শো। প্রথমটি ছিল প্রধান উৎসবগুলো নিয়ে। এতে ঈদ, পূজা, ফাল্গুন, ভ্যালেন্টাইনস ডের বিশেষ মেকআপ ও হেয়ার স্টাইলে মঞ্চে হাঁটেন নারী, পুরুষ ও শিশু মডেলরা। এই মডেলদের মেকআপ ও হেয়ার স্টাইল করেন দেশের বিভাগীয় ও জেলা শহর থেকে আসা মেকআপ ও হেয়ার আর্টিস্টরা। এই শোতে মডেলদের জন্য পোশাক ডিজাইন করেন আবেদা খাতুন মিতুল।

ফ্যাশন শো শেষে মঞ্চে বিউটিশিয়ানরা
ফ্যাশন শো শেষে মঞ্চে বিউটিশিয়ানরা

দ্বিতীয় শোতে মডেলরা বিয়ের সাজে র‍্যাম্পে হাঁটেন। এ বছর বিয়ের সাজের ট্রেন্ড কেমন হবে তার আভাস ছিল এই শোতে। কোন মডেলদের দেখা গেছে খুব ভারি মেকআপে, কাউকে আবার হালকা নো-মেকআপ মেকআপ লুকে। তবে এখানে কোন লুকে নিজস্ব স্কিন টোনের ঊর্ধ্বে গিয়ে কাউকে ‘ফরসা’ করার বাড়াবাড়ি করা হয়নি। ছেলেদের বিয়ের মেকআপও ছিল অত্যন্ত পরিশীলিত।

বিয়ের সাজে মডেলরা
বিয়ের সাজে মডেলরা

মডেলদের বিয়ের সাজে সাজিয়েছেন চট্টগ্রামের মেকআপ ও হেয়ার আর্টিস্টরা। এই শোতে মডেলদের জন্য পোশাক ডিজাইন করেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় ব্রাইডালওয়্যার ডিজাইনার সাফিয়া সাথী। জুয়েলারি স্পনসর করে শোবিজ। র‍্যাম্পের কোরিওগ্রাফার ছিলেন ইমন হাশমি।
 কাল উৎসবের শেষ দিনেও থাকছে নানা আয়োজন।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২১
বিজ্ঞাপন