মানুষের ত্বক বার্বি পুতুলের মতো একেবারেই নিখুঁত হওয়া প্রায় অসম্ভব। সত্যিকার মানুষের ত্বকে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা সিনেমা ‘বার্বি’–তে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের ত্বক ঠিক বার্বি পুতুলের মতোই নিখুঁত, সিল্কি ও মসৃণ দেখা যাচ্ছে। আর এ নিয়ে অনেকেরই বেশ কৌতূহল রয়েছে।
রূপবিশেষজ্ঞ জেসমিনা ভিকো ও ইভানা প্রিমোরাক এই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের চুল আর মেকআপ নিয়ে কাজ করেছেন। তাঁরা অবশ্য দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছেন। তবে বার্বির মতো একেবারে নিখুঁত চেহারার লক্ষ্য নিয়ে এই প্রথমবার তাঁরা কাজ করেছেন বলে জানান ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে। তাঁদের মতে, কাজটি মোটেও সহজ ছিল না। ভিকো জানান, এই লক্ষ্য অর্জনে ত্বক ছাড়াও অভ্যন্তরীণ স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়েছে। কারণ, ত্বক সরাসরি অন্ত্রের সঙ্গে যুক্ত। শরীরের ভেতরে যা ঘটছে, তা ত্বকে প্রতিফলিত হয়। এ ছাড়া জীবনযাপন, খাদ্যাভ্যাস আর নিয়মিত ঘুমও ত্বককে প্রভাবিত করে থাকে। চলুন জেনে নেওয়া যাক, বার্বির মতো নিখুঁত ও মসৃণ ত্বক পেতে তাঁরা কী কী পদ্ধতি অবলম্বন করেছিলেন—
বার্বি মুভির রূপবিশেষজ্ঞরা ত্বকের সামগ্রিক স্বাস্থ্যকে ভালো রাখতে লিম্ফেটিক নিষ্কাশন, এলইডি আর লেজারের মতো কিছু চিকিৎসাপদ্ধতি নিয়মিত অবলম্বন করেছেন। তাঁরা জানান, ত্বকের অভ্যন্তরীণ টিস্যুগুলোকে ঠিক রাখতে কোল্ড বা কম তাপমাত্রার লেজার রশ্মি বেছে নিয়েছিলেন, যা ত্বককে অতিরিক্ত প্রদাহ থেকে রক্ষা করেছে। লেজারের পাশাপাশি লিম্ফেটিক ড্রেনেজ বা নিষ্কাশন, আইস বল ও প্রেশার পয়েন্ট ম্যাসাজের সহায়তাও নেওয়া হয়। এ ছাড়া নিয়মিত ট্রিটমেন্টগুলোর মধ্যে এলইডিও অন্তর্ভুক্ত ছিল, যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও গঠন সুন্দর রাখতে কাজ করেছে।
মুভির বার্বিদের রূপচর্চার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান তাঁদের রুটিনে ছিল, যা হলো ভিটামিন সি। ভিকো জানান, এটি বাড়িতে তাঁদের প্রাত্যহিক রূপ-রুটিনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি তাঁদের ত্বকের স্বাস্থ্য সুন্দর ও উজ্জ্বল রাখতে সহায়তা করেছে।
ত্বকের বাইরের দিকটার সৌন্দর্যচর্চার পাশাপাশি অভ্যন্তরীণ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিকো জানান, বার্বি মুভিতে সবার যকৃত ভালো রাখতে বিভিন্ন সাপ্লিমেন্টস ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তাঁদের প্রতিদিন পান করতে দেওয়া হয়েছে অর্গানিক দুধ দেওয়া থিসল বীজের চা। এটি লিভার পরিষ্কার করতে ও গ্লুটাথিয়ন উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বেশ গুরুত্বপূর্ণ।
ভেতর থেকে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে বিশ্রাম অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু বার্বি মুভির কলাকুশলীরা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গেছেন, তাই তাঁরা এর জন্য সেনসেট নামের একটি ডিভাইস ব্যবহার করেছেন, যা শরীরের স্ট্রেস হ্রাস করতে তাঁদেরকে সহায়তা করেছে৷ তবে ঠিকমতো ঘুম এবং নিজের যথাযথ যত্ন ও পর্যাপ্ত বিশ্রাম নিলে একই ফল মিলবে বলে বিশেষজ্ঞরা জানান।
যেহেতু আমরা মানুষ, তাই ত্বকের যত্নে যা–ই করা হোক, ব্রেকআউট বা ত্বকের বিভিন্ন সমস্যা ও প্রদাহ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া দুষ্কর। তবে ভিকো জানান, তিনি এসব সমস্যা প্রতিরোধ করার জন্য স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করেছেন। এটি ত্বকের রোমকূপগুলোকে ঠিক রাখতে সহায়তা করেছে। এ ছাড়া ত্বককে শীতল রাখতে বরফ ব্যবহার করা হয়েছে। ভিকো জানান, মুভির শুট চলাকালীন কারও ত্বক লাল হয়ে গেলে তিনি একটি অ্যাসপিরিন পানির সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করেন এবং লাল হয়ে যাওয়া স্থানে লাগিয়ে নেন। এটি ব্রেকআউট থেকে দ্রুত মুক্তি পাওয়ার একটি সহজ উপায়।
ছবি: ইন্সটাগ্রাম