গ্লেজড ডোনাট ত্বক
শেয়ার করুন
ফলো করুন

মার্কিন মডেল ও বিউটি ব্র্যান্ড রোড স্কিন–এর প্রতিষ্ঠাতা হেইলি বিবার ‘গ্লেজড ডোনাট স্কিন’ ট্রেন্ড প্রথম শুরু করেন। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে হেইলি তাঁর ত্বকচর্চার কিছু রহস্য ভক্তদের জানান। যেখানে তিনি বলেন, ‘রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি আমার ত্বক চকচকে ডোনাটের মতো দেখতে চাই এবং মসৃণ, চকচকে, নরম ও আর্দ্র ত্বকের মূল রহস্য গ্লেজড ডোনাট স্কিনকেয়ার পদ্ধতি।

মার্কিন মডেল ও বিউটি ব্র্যান্ড রোড স্কিন–এর প্রতিষ্ঠাতা হেইলি বিবার ‘গ্লেজড ডোনাট স্কিন’ ট্রেন্ড প্রথম শুরু করেন।
মার্কিন মডেল ও বিউটি ব্র্যান্ড রোড স্কিন–এর প্রতিষ্ঠাতা হেইলি বিবার ‘গ্লেজড ডোনাট স্কিন’ ট্রেন্ড প্রথম শুরু করেন।

গ্লেজড ডোনাট ত্বক আসলে কী? ডেজার্টপ্রেমীদের কাছে গ্লেজড ডোনাট একটি পরিচিত নাম। ডোনাটের ওপর নানা উপাদানের যে আস্তর তাকে বলা হয় ফ্রস্টিং। এই ফ্রস্টিংসহ ডোনাটকে যখন কোনো দ্রবণে ভেজানো হয়, তখন সেটা গ্লেজড ডোনাট। তারই অনুকরণে এই বিউটি ট্রেন্ডের নাম রাখা হয়েছে গ্লেজড ডোনাট স্কিন। এই স্কিনকেয়ার রুটিনের প্রাথমিক লক্ষ্য হলো অ্যান্টি–অক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ এমন পণ্য ব্যবহার করা, যা ত্বকে পুষ্টি জোগায়।

বিজ্ঞাপন

হেইলি বিবারের ত্বকের রুটিনে রয়েছে ডাবল ক্লিনজিং। ভারী মেকআপ ব্যবহারের ক্ষেত্রে ডাবল ক্লিনজিং ভালো কাজ করে। এরপর ব্যবহার করতে হবে সেরাম। সবশেষে একটি হাইড্রেটিং ময়েশ্চারাইজার লাগাতে হবে। অতিরিক্ত গ্লেজ ও উজ্জ্বলতার জন্য বিবার মুখে তেল ব্যবহার করেন। তিনি বলেন, ত্বকের সঙ্গে মানানসই এমন ময়েশ্চারাইজার খুঁজতে হবে যা দিনের শেষে একটি চকচকে ডোনাটের মতো লুক দেবে। ত্বক তখনই নিস্তেজ বা শুষ্ক হলে চলবে না। হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড হতে হবে। সেই সঙ্গে ঘুমানোর আগে এই স্কিনকেয়ার রুটিনে লিপ বামের ব্যবহার করা যোগ করতে হবে।

মডেল: মাহেলেকা, মেকআপ: হাসান খান, ছবি: সাইফুল ইসলাম
মডেল: মাহেলেকা, মেকআপ: হাসান খান, ছবি: সাইফুল ইসলাম

গ্লেজড ডোনাট ত্বকের চাবিকাঠি হলো হাইড্রেশন। ঘুমানোর আগে ত্বককে ময়েশ্চারাইজ রাখতে হায়ালুরোনিক অ্যাসিড সেরাম ও হালকা লোশন যোগ করে ব্যবহার করা যেতে পারে। কারণ, অনেক ভারী ক্রিম ছিদ্র আটকে দিতে পারে। এ ছাড়া ব্যবহার করা যেতে পারে গ্লিসারিন ও স্কোয়ালেনের মতো আলট্রা-হাইড্রেটিং উপাদান; যা ত্বককে নরম, পুষ্ট এবং চকচকে রাখে—ঠিক একটা ডোনাটের মতো। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে অ্যান্টি–অক্সিডেন্ট সমৃদ্ধ সেরামগুলোকে অগ্রাধিকার দিলে ভালো। এটা ত্বকের কোলাজেন উত্পাদনকে বাড়িয়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ ভিটামিন সি, সেরাম প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। তবে সবকিছুই ব্যবহার করতে হবে ত্বক বুঝে বা সৌন্দর্যবিশেষজ্ঞের পরামর্শ নিয়ে।

মডেল: মাহেলেকা, মেকআপ: হাসান খান, ছবি: সাইফুল ইসলাম
মডেল: মাহেলেকা, মেকআপ: হাসান খান, ছবি: সাইফুল ইসলাম

অনেকেই গ্লেজড ডোনাট স্কিনের সঙ্গে কোরিয়ান গ্লাস স্কিনকেয়ার মিলিয়ে ফেলেন। দুটির উদ্দেশ্য এক হলেও কায়দা কিন্তু আলাদা। গ্লাস স্কিন রুটিনে অনেকগুলো পণ্য ব্যবহার করতে হয়। কিন্তু গ্লাজড ডোনাটের ক্ষেত্রে তা নয়। উভয়ের উদ্দেশ্যই হাইড্রেশনকে অগ্রাধিকার দেওয়া। তবে ত্বক তৈলাক্ত হলে গ্লেজড ডোনাট স্কিনকেয়ার এড়ানোই ভালো।

তথ্যসূত্র: এডিটোরিয়ালিস্ট, ক্লোভে

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ০৬
বিজ্ঞাপন