মিনিমালিজম ট্রেন্ডে মেকআপে লাগবে না  ফাউন্ডেশন
শেয়ার করুন
ফলো করুন

মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ফাউন্ডেশন। এর ব্যবহার ছাড়া মেকআপের কথা যেন কেউ চিন্তাই করতে পারেন না। কিন্তু সময় বদলেছে। সৌন্দর্যবিশ্বে মেকআপের মিনিমাল ট্রেন্ডের ভিড়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে ফাউন্ডেশনের ব্যবহার। এর ব্যবহার ছাড়াও বেজ মেকআপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটকে তাক লাগাচ্ছেন নামীদামি মেকআপ আর্টিস্টসহ সাধারণ মেকআপ ইন্থুজিয়াস্ট বা মেকআপপ্রেমীরা।

ফরাসি মেকআপ আর্টিস্ট ও ইনফ্লুয়েন্সার ভায়োলেট সেরাত
ফরাসি মেকআপ আর্টিস্ট ও ইনফ্লুয়েন্সার ভায়োলেট সেরাত

সৌন্দর্যবিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ফরাসি মেকআপ আর্টিস্ট ভায়োলেট সেরাত। খুব কম মেকআপ ইন্থুজিয়াস্ট আছেন, যাঁরা ভায়োলেটের নাম জানেন না। ফরাসিদের মিনিমাল মেকআপের রীতি সারা বিশ্বে পরিচয় করানোর জন্য তিনি বেশ সুপরিচিত। বর্তমানে তিনি বিখ্যাত ফরাসি কসমেটিক ব্র্যান্ড গেরলার মেকআপ বিভাগের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি ভায়োলেট ফ্রান্স নামের মেকআপ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা।

বিজ্ঞাপন

বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন হারপার’স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, কীভাবে ফাউন্ডেশন ছাড়াও মেকআপ বেজ তৈরি সম্ভব। তিনি সেখানে বলেন, ‘সবার আগে জানতে হবে, আমাদের ফাউন্ডেশন ব্যবহার করার দরকার আছে কি না। আমি সব নারীদের জানাতে চাই , তাঁদের হয়তো এটি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। কারণ, নিজের ত্বকের চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না।’

তাহলে কি একেবারেই ফাউন্ডেশন ব্যবহারের প্রয়োজন নেই। না, ভায়োলেট এমন কিছু বলেননি। তিনি বলেন, আপনি যদি সত্যিই ফাউন্ডেশন ব্যবহার করতে চান, তাহলে আগে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন। আপনার কি লালচে ভাব, হাইপারপিগমেন্টেশন বা চোখের নিচে কালো দাগ আছে। তাহলে শুধু ত্বকের এই জায়গাগুলোতেই ফাউন্ডেশন ব্যবহার করুন। অর্থাৎ, এখানে ফাউন্ডেশন অনেকটা কনসিলারের কাজ করবে।

বিজ্ঞাপন

ভায়োলেট বলেন, ফাউন্ডেশনের চেয়ে ভালো কনসিলার হতেই পারে না। ন্যাচারাল লুক তৈরির জন্য এটাই সবচেয়ে ভালো কভারেজ দিতে পারে। ভায়োলেটের ফাউন্ডেশন ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় কৌশলটাও তিনি বলেন। যেখানে প্রয়োজন, সেই জায়গায় ফাউন্ডেশন লাগানোর পর কেবল নাকটা ফাঁকা রাখতে হবে। মুখের কেন্দ্র হিসেবে এটি একটি অপটিক্যাল ইল্যুশন বা চোখের বিভ্রম তৈরি করে বোঝায়, আপনি আসলে মুখে কোনো ফাউন্ডেশনই ব্যবহার করেননি।

ফাউন্ডেশন ব্যবহারের আগে পুরো মেকআপ লুকের কথাও চিন্তা করতে হবে। ভায়োলেট জানান, ফরাসি নারীরা কেবল ‘ওয়ান শট’ মেকআপে বিশ্বাসী। অর্থাৎ, তাঁরা মেকআপের ক্ষেত্রে হয় ঠোঁট, না হয় চোখ—যেকোনো একটা অংশকে প্রাধান্য দেন। ভায়োলেট নিজে যখন মেকআপ করেন, তখন ঠোঁটে লাল লিপস্টিক লাগালে ত্বকে কোনো রকমের ফাউন্ডেশন ব্যবহার করেন না, যদি না তাঁর ত্বকে কোনো লালচে ভাব বা ব্রণের দাগ দেখা না দেয়।

কারণ, টকটকে লাল বা অন্য যেকোনো গাঢ় লিপস্টিক ব্যবহার করলে ত্বক স্বাভাবিকভাবেই বেশ উজ্জ্বল দেখায়। এ জন্য ফাউন্ডেশনের তেমন একটা প্রয়োজন হয় না। কিন্তু যখন মেকআপ কেবল চোখকেন্দ্রিক হয়, তখন কিছুটা ফাউন্ডেশন ব্যবহার করা যেতেই পারে—এমনটাই মনে করেন ভায়োলেট।
সবশেষে ভায়োলেট ত্বকের সঠিক যত্নের প্রতি গুরুত্ব দেন। কারণ, তাঁর মতে মেকআপ ব্যবহারের আগে হাইড্রেটিং সিরাম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা নিজে থেকেই অনেকাংশে বেড়ে যায়। তখন খুব বেশি ফাউন্ডেশন ব্যবহারের প্রয়োজন পড়ে না।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০০
বিজ্ঞাপন