পপতারকা সেলেনা গোমেজ শুধু একজন মেধাবী সংগীতশিল্পী ও অভিনেত্রীই নন, একজন সফল উদ্যোক্তাও বটে। মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে ২০১৯ সালে সেলেনা গোমেজ তাঁর সিগনেচার ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’ চালু করেছিলেন। উদ্যোগটির পেছনে তাঁর উদ্যম, ইচ্ছাশক্তি ও পরিশ্রম ছিল; যার ফলস্বরূপ মাত্র কয়েক বছরে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিউটি ব্র্যান্ডে পরিণত হয়েছে রেয়ার বিউটি। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট অত্যন্ত হাইকোয়ালিটির তবে যথেষ্ঠ সাশ্রয়ী।
এখন ত্বকের যত্ন কেবল মুখ–ত্বকে সীমাবদ্ধ নয়। গত কয়েক বছরে আন্তর্জাতিক বিউটি ইন্ডাস্ট্রিতে বডি কেয়ার নিয়ে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। বডি কেয়ার এখন সৌন্দর্য–দুনিয়ার অন্যতম বড় ট্রেন্ডে পরিণত হয়েছে। সৌন্দর্যসচেতন নারী ও পুরুষের সবাই এখন গুরুত্বসহকারে মুখ–ত্বকের পাশাপাশি পুরো শরীরের ত্বকের যত্ন নিচ্ছেন। সবকিছু বিবেচনা করে সেলেনা মোক্ষম সময়ে বডি কেয়ার লাইন লঞ্চ করেছেন।
তবে তাঁর বডি কেয়ার লাইনের বিশেষত্ব হলো, এখানকার প্রোডাক্টগুলো শরীরের ত্বকের যত্নের পাশাপাশি মানসিক প্রশান্তিও দেবে। এ জন্যই লাইনের নাম রাখা হয়েছে ‘ফাইন্ড কমফোর্ট’।
এই বডি কেয়ার লাইনে আছে বডি অ্যান্ড হেয়ার ফ্রেগ্রান্স মিস্ট, হাইড্রেটিং বডি লোশন, হাইড্রেটিং হ্যান্ড ক্রিম, স্টপ অ্যান্ড সুদ অ্যারোমাথেরাপি, ওয়েটেড হিটিং প্যাড ও টিন্টেড ক্লাচ। এখানকার প্রতিটি পণ্যই ভিগান ও নিষ্ঠুরতামুক্ত। অর্থাৎ, এগুলো তৈরিতে কোনো প্রাণীর ক্ষতি করা হয়নি। এখানের সবচেয়ে ইউনিক প্রোডাক্টটি হলো ওয়েটেড হিটিং প্যাড।
কোনো বডি কেয়ার লাইনে এ ধরনের হিটিং প্যাড থাকতে পারে, তা কেউ কখনো ভাবতে পারেনি। ৯৯ শতাংশ মাটির বিডস ও ১ শতাংশ ল্যাভেন্ডার এসেনশিয়াল তেলে তৈরি এই প্যাড ঘাড়, কাঁধ, হাত-পায়ের আরামের জন্য ব্যবহার করা যাবে। ঠান্ডা বা গরম—দুইভাবে এটি ব্যবহার করা যায়। এমনকি পিরিয়ডের ক্র্যাম্পিংয়ের সময় তলপেটে হট কমপ্রেস নেওয়া যাবে। পাশাপাশি ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল অ্যারোমাথেরাপির মাধ্যমে ইন্দ্রিয়কে প্রশমিত করার সময় মানসিকভাবে আরাম দেবে।
অন্যান্য পণ্যের মতোই বডি কেয়ার লাইনের প্রোডাক্টগুলো বেশ সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাচ্ছে রেয়ার বিউটির ওয়েবসাইটে। ইতিমধ্যে সারা বিশ্বে সেলেনা–ভক্তদের মধ্যে বডি কেয়ার প্রোডাক্টগুলো বেশ সাড়া ফেলেছে।