প্রতিবছরই সৌন্দর্যের দুনিয়ার নতুন মেকআপ ট্রেন্ডের আনাগোনা চলতেই থাকে। এই বছর সবচেয়ে বড় মেকআপ ট্রেন্ড নো-মেকআপ লুক বা বেয়ারফেস মেকআপ। খুব সহজে এটা কোথাও যাচ্ছে না। এর সঙ্গেই আবার কিছু ছোট ছোট মেকআপ টেকনিক যোগ হয়েছে, যা সারা বছর ধরেই দেখা যাবে।
গ্লাস স্কিন, ডলফিন স্কিনের পর ট্রেন্ডে এল ক্লাউড স্কিন। গ্রীষ্মবান্ধব মেকআপের এ ধারা ইতিমধ্যে সৌন্দর্যপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্লাউড স্কিন বলতে সফট ম্যাটিফাইড মেকআপ বোঝায়। অন্য অনেক বিউটি ট্রেন্ডের মতো এটিও এসেছে টিকটক থেকে। তবে গত বছর থেকেই রেড কার্পেটে অনেক সেলিব্রেটিদের এই মেকআপে দেখা গিয়েছে। গ্লাস স্কিনের একদম বিপরীত হলো ক্লাউড স্কিন। গ্লাস স্কিনে যেমন অনেক হাইলাইটারের ব্যবহার করে ত্বক অনেক হাইড্রেটিং ও উজ্জ্বল দেখানো হয়। ক্লাউড স্কিনে এই চকচকেভাব এড়িয়ে ত্বকে উজ্জ্বল ও কোমনীয় ভাব আনা হয়। এই ম্যাটিফাইং ফিনিশ লুক আনতে মেকআপের একদম শেষে মুখে আলতো করে ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিতে হবে।
গত বছর ঠোঁটের রঙে রাজত্ব করেছে পিচি পিঙ্ক রং। আর এই বছর সব খানেই চেরি ফলের মতো টকটকে লাল রং দেখা যাচ্ছে। এই টকটকে লাল রং যেকোনো মেকআপের সঙ্গে খুব ভালো ভাবে মানিয়ে যায়।
কয়েক বছর ধরে ফ্যাশনে নব্বই দশক থেকে বেশ কিছু ট্রেন্ড যোগ হচ্ছে। এবার বিউটি ট্রেন্ডেও এমনটা শুরু হয়েছে। নব্বই দশকের বেশ আলোচিত বিউটি ট্রেন্ড ‘গ্রাঞ্জ গ্ল্যাম’। নতুন করে আবার ফিরে এসেছে। গ্রাঞ্জ গ্ল্যামের একটা অংশ হলো ঘন কালো আইল্যাশ। এই ঘন কালো আইল্যাশ পেতে মাস্কারা দুইবার ব্যবহার করতে হবে। প্রথম দফা ব্যবহারের পর শুকিয়ে গেলে পরে তার ওপর আরেক দফা দিতে হবে। এতে চোখের পাপড়ি অনেকখানি ঘন দেখাবে।
‘ক্লাউড স্কিনের মতোই আরেকটি মেকআপ ট্রেন্ড। পশ্চিমে গরমে অনেকেই তাঁদের ত্বক ট্যান করতে পছন্দ করেন। কিন্তু এটা ত্বকের সার্বিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ জন্য মেকআপ আর্টিস্টরা এমন উপায় বের করলেন, যেখানে মেকআপের মাধ্যমে ত্বকে ট্যানভাব আনা যায়। এ জন্য দরকার হবে ব্রোঞ্জার। ব্রোঞ্জার এখানে ব্লাশঅনের বিকল্প। বেজড মেকআপ শেষ হলে গালের সবচেয়ে উঁচু অংশে এটি লাগাতে হবে। সবচেয়ে ভালো ফলাফল পেতে মেকআপ আর্টিস্টরা ব্রোঞ্জার ময়শ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
চোখের সাজে গ্রাঞ্জ আইল্যাশের মতো ট্রেন্ড মাতাচ্ছে মেটালিক আই। চোখে লাল, বেগুনি, হলুদ, সবুজ, কমলা, নীল ইত্যাদি উজ্জ্বল রঙের মেটালিক টোনের আইশ্যাডো পরার চল বেড়েছে। করোনার সময় যখন মানুষ মাস্ক ব্যবহার করতেন তখন থেকেই চোখের সাজ নিয়ে নানা নিরীক্ষা চলত। সে সময়ই মেটালিক আইশ্যাডোর জনপ্রিয়তা বাড়ে। মাঝে কিছু সময় সেই জনপ্রিয়তা কিছুট ভাটা পড়ে। এই বছর আবার নতুন করে ট্রেন্ডে ফিরেছে মেটালিক আই। পোশাকের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে আইশ্যাডোর রং বাছাই করা যায়। অনেকের ধারণা মেটালিক আইশ্যাডো শুধু পার্টি মেকআপ হিসেবেই মানায়। তবে এবারের ট্রেন্ড বলছে ভিন্ন কথা। লুকে ভিন্নতা আনতে অনেকে ক্যাজুয়াল পোশাক–আশাকের সঙ্গেও মেটালিক আইশ্যাডো পড়ছে। তবে সে ক্ষেত্রে মেকআপ আর্টিস্টরা ঠোঁটের সাজ যথাসম্ভব হালকা রাখতে বলেছেন।
নব্বই দশক থেকে আসা আরেকটি ট্রেন্ড। কিছুদিন আগেও লিপস্টিকের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকার ব্যাপারে আগ্রহ একটু কম ছিল। আর এখন হুট করেই সবাই লিপলাইনার লাগাচ্ছেন। যে রঙের লিপস্টিক তার থেকে এক বা দুই শেড গাঢ় লিপলাইনারের ব্যবহার বেড়েছে। তবে কেউ নব্বই দশকের মতো ক্ল্যাসিক ঠোঁটের সাজ করতে চাইলে, লিপস্টিকের রং যেমনই হোক না কেন, গাঢ় বাদামি রঙের লিপলাইনার লাগাতে হবে।