রিমুভার ছাড়াই নেইলপলিশ তোলার কয়েকটি সহজ উপায়
শেয়ার করুন
ফলো করুন

ছোট থেকে বড়—প্রায় সবাই নেইলপলিশ ব্যবহার করতে পছন্দ করেন। কারণ, নেইলপলিশের সাহায্যে বাড়িতে বসেই খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই নখের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। তবে ঝক্কি পোহাতে হয় নেইলপলিশ তোলার সময়। আমরা সাধারণত নেইলপলিশ রিমুভারের সাহায্যেই নেইলপলিশ তুলে থাকি। এটিই সবচেয়ে সহজ ও সাধারণ একটি উপায়। কিন্তু নেইলপলিশ রিমুভার নখের কিউটিকলের জন্য মোটেও ভালো নয়। এটি নখকে শুষ্ক করে ফেলে। যার ফলে নখ খুব সহজেই ভেঙে যায়।

নেইলপলিশ রিমুভারের প্রধান উপাদানগুলোর একটি হলো অ্যাসিটোন। তারকা নেইল আর্টিস্ট আরএলের প্রতিষ্ঠাতা ব্রিটনি বয়েসের মতে, নেইলপলিশ রিমুভার দ্রুত নেইলপলিশ তুলতে সাহায্য করলেও অ্যাসিটোন থাকার কারণে এটি নখকে শুষ্ক ও ভঙ্গুর করে তোলে। তাই নখে নন-অ্যাসিটোন যুক্ত উপাদান ব্যবহার করাই ভালো। চলুন জেনে নেওয়া যাক নেইলপলিশ রিমুভার ছাড়াই কীভাবে খুব সহজেই নেইলপলিশ তুলতে পারেন।

বিজ্ঞাপন

সিরকা ও কমলার রস

নেইলপলিশ তোলার জন্য ভিনেগার ও কমলার রস হলো সবচেয়ে সহজ একটি উপায়। কারণ, দুটি উপাদান প্রায় সবার বাড়িতেই থাকে। সমান পরিমাণে সিরকা ও কমলার রস একটি পাত্রে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে তুলার প্যাড কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। প্যাডটি ভালোভাবে ভিজে গেলে এটি কিছুক্ষণের জন্য নখের ওপর রেখে দিন। নেইলপলিশ নরম হয়ে এলে প্যাডটি দিয়ে আলতোভাবে ঘষে নেইলপলিশ তুলে ফেলুন।

লেবু

লেবুর সাহায্যেও খুব সহজেই নেইলপলিশ তোলা যায়। ছোট একটি লেবুর টুকরা কিংবা লেবুর রস নিয়ে কিছুক্ষণ আপনার নখের ওপর রেখে দিন। কিছুক্ষণ পর নেইলপলিশ নরম হয়ে এলে একটি কটন প্যাডের সাহায্যে আলতো করে ঘষে তা তুলে ফেলুন। তবে আপনার নখের কিউটিকলে কোনো সমস্যা থাকলে লেবু ব্যবহার না করাই ভালো।

বিজ্ঞাপন

হেয়ার স্প্রে

হেয়ার স্প্রে যে নেইলপলিশ তুলতে পারে, মিথটি পুরোপুরি সত্য। তবে এটি অবশ্যই অ্যারোসোল হেয়ার স্প্রে হতে হবে। একটি কটন প্যাড হেয়ার স্প্রে দিয়ে ভিজিয়ে নিন। এরপর কটন প্যাডটি নখের ওপর রাখুন এবং কিছুক্ষণ পর হালকাভাবে ঘষে তুলে ফেলুন। এটি শুধু নখের জন্যই কার্যকর, তা নয়। যদি নেইলপলিশ কোনোভাবে কাপড় কিংবা অন্য কোথাও লেগে যায়, এই উপায়ে সেটিও খুব সহজে তুলে ফেলতে পারেন।

টুথপেস্ট ও বেকিং সোডা

টুথপেস্ট ও বেকিং সোডা কেবল দাঁত পরিষ্কার করতেই সাহায্য করে না। টুথপেস্ট এবং বেকিং সোডা নখ পরিষ্কারের ক্ষেত্রেও বেশ কার্যকর। এ ছাড়া এতে রয়েছে ইথাইল অ্যাসিটেট, যা কিছু নেইলপলিশ রিমুভারের একটি সাধারণ উপাদান। যার ফলে খুব সহজেই টুথপেস্ট ও বেকিং সোডা দিয়ে নেইলপলিশ তুলে ফেলতে পারেন। সেই সঙ্গে এসব ব্যবহার করলে নখ শুষ্ক কিংবা খসখসে হয়ে যাওয়ার ঝামেলাও পোহাতে হবে না।

পারফিউম

পারফিউমের সাহায্যে খুব সহজে নেইলপলিশ তুলতে পারেন। কারণ, পারফিউম তৈরির সময় এতে অ্যালকোহল ব্যবহার করা হয়, যা নেইলপলিশজাতীয় পদার্থ তুলে ফেলতে পারে খুব সহজেই। আপনার নখে একটি পারফিউম স্প্রে করে নিন। এটি নখে কিছুক্ষণ রেখে একটি কটন প্যাড ব্যবহার করে তুলে ফেলুন। তবে নখ থেকে নেইলপলিশ তোলার পর নখের যত্ন নিতে ভুলবেন না। যেহেতু অনেক সময় এসব উপাদানে অনেক সময় অ্যালকোহলজাতীয় পদার্থ থাকে, তাই আপনার নখ, কিউটিকলস এবং নখের আশপাশের ত্বক শুষ্ক হয়ে যেতেও পারে। নেইলপলিশ তুলে ফেলার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া নখ সুন্দর রাখতে হলে অবশ্যই আপনার খাদ্যতালিকার দিকেও খেয়াল রাখতে হবে।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২: ৩৫
বিজ্ঞাপন