গ্রাফিক স্টাইলে আই লাইনার
শেয়ার করুন
ফলো করুন

উইং, স্ট্রেইট, মোটা বা চিকন করে আইলাইনার টানার পাশাপাশি জ্যামিতিক আকৃতির গ্রাফিক আইলাইনার স্টাইল আছে ট্রেন্ডের শীর্ষে। রঙিন আইলাইনার বা পেনসিল দিয়ে সব কটি স্টাইলে করতে পারেন আই মেকআপ। তবে কোন স্টাইলে লাইনার টানবেন, তার ওপর নির্ভর করেই রং বাছাই করা ভালো।

কমলা আইলাইনারে উইং

চোখে বোল্ড ও উজ্জ্বল লুক আনতে আদর্শ রং কমলা। কমলা আইলাইনার দিয়ে চোখের ইনার অংশে চিকন লাইন টানুন। চোখের আউটার অংশে উইং করে চাইলে কমলা রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের সাজে নাটকীয়তা বাড়াতে ক্রিজের ওপরে চিকন করে আরেকটি উইং আঁকতে পারেন।

সাদা লাইনার ক্যাট আই উইং

সাদা আইলাইনার বা কাজল মানেই কিন্তু ওয়াটার লাইনে ব্যবহার করা যাবে এমন নয়; চোখের ক্রিজে ক্যাট আই স্টাইলে চিকন উইং করতে পারেন সাদা লাইনার দিয়ে। এতে চোখের ডিটেলিং বাড়বে। চোখের ইনার ও আউটার অংশের লাইনার ক্রিজ অংশের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এবার চোখের পাতার খালি অংশে আইশ্যাডো পরে নিতে পারেন।

বিজ্ঞাপন

বেগুনি লাইনারে মোটা উইং

মেকআপে বেগুনি রঙের ট্রেন্ড চলছে এখন। তবে বেগুনি লাইনারের সৌন্দর্য ফুটিয়ে তুলতে চোখের বেইজ শ্যাডো হতে হবে সঠিক। গাঢ় বেগুনির নিচে হলুদ, লেমন, হালকা গোলাপি ধরনের আইশ্যাডো ব্যবহার করতে হবে। এরপর চোখের ইনার অংশে চিকন করে ও আউটার অংশে কিছুটা মোটা করে উইং টানলে বাড়বে চোখের সৌন্দর্য।

নীল লাইনারে সেকেন্ড লাইন উইং

জ্যামিতিক আকৃতিতে গ্রাফিক লাইনারের একটি স্টাইল হলো সেকেন্ড লাইন উইং। এই স্টাইলে শিমারি নীল লাইনার মানানসই হবে। প্রথমে ল্যাস লাইনে সোজা ও মোটা স্টাইলে উইং টানতে হবে। চোখের ইনার অংশের সামনের দিকে বেশি করে লাইনার টানা যাবে না। ভিন্নমাত্রা যোগ করতে আপার আইলিডে সেকেন্ড লাইন উইং টানতে হবে। তবে চোখের আউটার অংশের দুটি উইংয়ের মাঝে দূরত্ব থাকবে কম।

সবুজ লাইনারে সেকেন্ড লাইন উইং

গাঢ় সবুজ লাইনে প্রথমে চিকন করে আউটার অংশে উইং টানতে হবে। এরপর ক্রিজের ওপর গ্রাফিক স্টাইলে সেকেন্ড লাইন চিকন উইং টানলে চোখের পাতার ডিটেলিং বাড়বে।

বিজ্ঞাপন

লাল লাইনারে হাফ উইং সেকেন্ড লাইন

লাল আইলাইনার বোল্ড রংগুলোর একটি। তবে লাল রঙের লাইনার টানতে হতে হবে চিকন করে যেন চোখের ডিটেলিং বজায় থাকে। প্রথমে ল্যাস লাইনে চিকন করে লাল লাইনার উইং করে টানতে হবে। চোখের ইনার অংশেও চিকন লাইন টেনে চোখের তীক্ষ্ণতা আনতে হবে। আউটার অংশের চিকন উইং লাইনের শেষ মাথা থেকে ক্রিজের কিছুটা ওপরে সেকেন্ড লাইন টানতে হবে। তবে সেকেন্ড লাইন কিন্তু হবে অর্ধেক।

সাদা–কালো লাইনারের ডাবল উইং

সাদা ও কালোকে বলা হয় ক্ল্যাসিক রং। আই মেকআপ করতেও এই রং দুইটির জুড়ি নেই। গ্রাফিক স্টাইলকে ফুটিয়ে তুলতে প্রথমে খুব চিকন করে ল্যাস লাইনে উইং টানতে হবে। কালো লাইনের ওপর একই স্টাইলে সাদা লাইনারে উইং টানতে হবে। এবার কালো উইংইয়ের শেষে অংশ থেকে চোখের পাতাতেই ডাবল উইং টানতে হবে। তবে খেয়াল রাখা জরুরি যেন সাদা লাইনের ঠিক ওপরেই কালো লাইনারের ডাবল লাইন হয়। এতে দুই কালো লাইনের মাঝে সাদা লাইনটি ফুটে উঠবে। আর তিনটি লাইনারই খুব চিকন করে আঁকতে হবে যেন চোখের পাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৩: ০০
বিজ্ঞাপন