বর্তমানে ফ্যাশন ও বিউটির জগতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের প্রভাব অনেক বেশি। এখান থেকেই আসে নতুন নতুন সব ট্রেন্ড। ট্রেন্ড ছাড়াও ভাইরাল হয় স্টাইল ও মেকআপে হ্যাক। এমনই একটি ভাইরাল মেকআপ হ্যাক হলো ব্যাকওয়ার্ড বা উল্টো মেকআপ। যাঁরা মেকআপ করেন, তাঁরা প্রায় সময় কিছু সমস্যার মুখোমুখি হন। কারও মেকআপ দ্রুত গলে যায়, আবার কারও মেকআপ ভেসে থাকে বা অমসৃণ দেখায়। এসব সমস্যার সমাধান হিসেবে এসেছে টিকটকের উল্টো মেকআপ হ্যাক।
২০২১ সালে প্রথম এই হ্যাক ভাইরাল হয়। এখন পর্যন্ত হ্যাশট্যাগ ব্যাকওয়ার্ডস মেকআপ (#backwardsmakeup) ভিডিও দেখা হয়েছে ৩.১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। যাঁরা এই কৌশল অনুযায়ী মেকআপ করেছেন, তাঁদের মতে এটাই নাকি মেকআপ দীর্ঘস্থায়ী রাখার সবচেয়ে উদ্ভট ও সহজ উপায়।
প্রথম ধাপ- যেকোনো ধরনের মেকআপের আগে ত্বক প্রস্তুত করে নেওয়া উচিত। নিখুঁত মেকআপের পূর্বশর্তই এটা। তাই সবার আগে ত্বক পরিষ্কার করে সিরাম ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
দ্বিতীয় ধাপ- ধাপটা একটু অদ্ভুত লাগতে পারে। সাধারণত বেজ মেকআপের শেষে ফেস পাউডার বা ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার ব্যবহার করা হয়। কিন্তু এখানে বেজ মেকআপের আগেই ট্রান্সলুসেন্ট পাউডার লাগাতে হবে।
তৃতীয় ধাপ- মেকআপ পাকাপোক্ত করতে একদম শেষ ধাপে সেটিং স্প্রে ব্যবহার করা হয়। কিন্তু টিকটকের এই হ্যাকে ট্রান্সলুসেন্ট পাউডারের পরপরই সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।
চতুর্থ ধাপ- বেজ মেকআপের শুরু হয় প্রাইমার দিয়ে। এ কারণে ত্বকের রোমকূপ ছোট দেখায়, ত্বকের তৈলাক্ত বা শুষ্কতা কমায় এবং অন্যান্য মেকআপ পণ্যগুলোর জন্য মসৃণ ক্যানভাস তৈরি করে। এই হ্যাকের চতুর্থ ধাপে ট্রান্সলুসেন্ট পাউডার ও সেটিং স্প্রের পর প্রাইমার ব্যবহার করতে হবে।
পঞ্চম ধাপ- একদম শেষে এসে ফাউন্ডেশন বা টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম লাগাতে হবে। কিন্তু কোনো স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে নয়। আঙুল দিয়ে যেভাবে ত্বকে ক্রিম লাগানো হয় ঠিক সেভাবে ফাউন্ডেশন লাগাতে হবে। এরপর কনসিলার ও ব্লাশঅন বা ব্রোঞ্জার স্বাভাবিক নিয়মেই লাগাতে হবে।