ত্বকের দাগ ঢাকতে কনসিলার
শেয়ার করুন
ফলো করুন

ত্বকের খুঁত ঢাকতে তাই শরণাপন্ন হতে হয় ছোট্ট ম্যাজিক স্টিক—কনসিলারের। মুখের যাবতীয় দাগ ছোপ ঢাকতে এ উপকারী বন্ধুর জুড়ি মেলা ভার। তবে সবার আগে বেছে নিতে হবে স্কিনটোন অনুযায়ী মানানসই কনসিলার। যেন দাগছোপ ঢাকা পড়ার সঙ্গে লুকটাও হয় আকর্ষণীয়।

কোথায় কেমন কনসিলার

কোনো সৌন্দর্য পণ্য ব্যবহারের আগে এর ব্যবহারবিধি সম্পর্কে ধারণা থাকা জরুরি। অনেকের ত্বকের রঙের অসামঞ্জস্য রয়েছে যেমন চোখের নিচে, নাকের পাশে কিংবা চিবুকে রঙের ভিন্নতা ঢাকতে কালার কারেক্টিং কনসিলার বেছে নিতে পারেন। তবে এই কনসিলার ব্যবহারের জন্য ‘কালার হুইল’ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

ত্বকের দাগ ঢাকতেও কনসিলার ব্যবহার করা হয়। বাজারে ক্রিম, স্টিক বা পেনসিল আকারে কনসিলার পাওয়া যায়। একেক কনসিলারের কাজ একেকরকম যেমন পেনসিল কনসিলার দিয়ে ব্রণের দাগের ওপর একটা ডট দিলেই ঢেকে যাবে দাগ। যেকোনো দাগের জন্য স্টিক কনসিলারও ভালো। তবে চোখের নিচের পাতলা চামড়া হওয়ার জন্য হালকা ঘনত্বের ক্রিম কনসিলার ভালো হবে। তাই ত্বকে কী ধরনের সমস্যা রয়েছে, সেটা বুঝে কনসিলার বাছতে হবে।  

বিজ্ঞাপন

কেনার আগের খুঁটিনাটি

বড় বিউটি শপগুলোতে নমুনা কনসিলার পাওয়া যায়। পর্যাপ্ত আলোতে এই পরীক্ষা করতে হবে। স্কিনটোন থেকেও এক শেড হালকা কনসিলার মানানসই হবে। চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকতে ত্বকের চেয়ে এক বা দুই শেড হালকা কনসিলার বেছে নেওয়া উচিত। কিছুটা কমলা বা পিচ কনসিলারও বেছে নেওয়া যেতে পারে। অন্যদিকে মুখের ব্রণের দাগ ঢাকতে সবুজ কনসিলার ভালো। তবে কনসিলারের টেক্সচার খুব গুরুত্বপূর্ণ।

বাজারে নানা টেক্সচারের কনসিলার পাওয়া যায়। রূপবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যাঁরা নতুন বা প্রথমবারের মতো ব্যবহার করবেন, তাঁদের জন্য স্টিক কনসিলার বেছে নেওয়া ভালো। তাড়াহুড়ার সময় এটা দ্রুত ব্যবহার করার সুবিধা রয়েছে। আবার সহজে ব্লেন্ড করার জন্য ক্রিম বেছে নিতে পারেন। লিকুইড কনসিলারও নিতে পারেন, তবে ত্বকে ঠিকভাবে যেন ব্লেন্ড হয়, তা না হলে মেকআপ লুক বাজে দেখাবে। আর রোজকারের ব্যবহারে কনসিলারের টেক্সচার কম ঘনত্বের হলে ভালো। তাহলে রোমকূপ বন্ধ হবে না।

ছবি: পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১৪: ২৪
বিজ্ঞাপন