তুলতে হবে মেকআপ
শেয়ার করুন
ফলো করুন

উৎসব পার্বণে সাধারণ দিনের চেয়ে সাজগোজটা একটু বেশিই হয়। মেকআপ করতে ত্বকে ব্যবহার করা হয় ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, কাজল-মাসকারা, ব্লাশঅনের মতো প্রসাধনসামগ্রী। তবে দীর্ঘ সময় ধরে মেকআপ ত্বকে থাকলে শুরু হতে পারে ত্বকের জটিলতা। সারাদিন পর ঘুমনোর আগে ত্বক পরিষ্কার করা তাই ভীষণ জরুরি। মেকআপে থাকা কৃত্রিম সুগন্ধি এবং প্রিজারভেটিভগুলোও ত্বকের জন্য ক্ষতিকর।

বাজারে ভালো মানের মেকআপ রিমুভার পাওয়া যায়, মেকআপ তুলতে চাইলে সেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে যাঁরা ঘরোয়া সমাধানে বিশ্বাসী, তাঁদের জন্য হেয়ারোবিক্স ব্রাইডালের রূপ বিষেজ্ঞ তানজিমা শারমিন মিউনি বাতলে দিয়েছেন অন্য উপায়। মেকআপ তুলতে তিনি খাঁটি নারিকেল তেল ব্যবহারের পরামর্শ দেন। পরিমাণমতো নারিকেল তেল হাতে নিয়ে মুখে আলতোভাবে ম্যাসাজ করে তুলতে হবে মেকআপ। এরপর ক্লিনজারের সাহায্যে মুখ ধুয়ে ত্বক বুঝে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। সুস্থ, ব্রণমুক্ত ত্বক পেতে মেকআপ তুলে ঘুমাতে যাওয়া আবশ্যক।

বিজ্ঞাপন

সময় নিয়ে মেকআপ তুলুন

মেকআপ তুলতে ত্বকের প্রতি যত্নশীল হতে হবে। বিশেষ করে চোখের মেকআপ উঠানোর ক্ষেত্রে। মেকআপ রিমুভার লাগানোর পর এটি ত্বকে বসতে দিতে হবে। এটি মাসকারা, লাইনার এবং শ্যাডোকে নরম করবে, যাতে মেকআপ সহজেই মুছে যায়। মেকআপ তুলতে তুলা বা পাতলা সুতি কাপড় ব্যবহার করলে ভালো। বেশি জোরে ঘষে মেকআপ তোলা যাবে না, এতে ত্বকের ক্ষতি হতে পারে।

মেকআপ রিমুভার ছাড়া মেকআপ তুলতে

অ্যালোভেরা
অ্যালোভেরার অনেক উপকারী ব্যবহার রয়েছে। বাড়ির আশপাশে ঘৃতকুমারীগাছ থাকে, তবে আপনার মুখে কিছু অংশ নিয়ে ঘষুন এবং ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। (চোখের চারপাশে সাবধানে থাকুন!) তারপর পরিষ্কার, সতেজ অনুভূতির জন্য মুখ থেকে অ্যালোভেরা ভালো করে ধুয়ে ফেলুন।

জলপাই তেল
মেকআপ রিমুভার ব্যবহার না করে মেকআপ তুলতে অলিভ অয়েল আরেকটি চমৎকার বিকল্প। শুধু কয়েক ফোঁটা তেল নিন এবং আপনার ত্বকে লাগান। পরিমাণমতো তেল সারা মুখে মেখে ম্যাসাজ করার পরে, একটি সুতির তোয়ালে দিয়ে অতিরিক্ত তেল মুছে ফেলুন। এরপর মুখ ক্লিনজারের সাহায্যে ভালোভাবে ধুয়ে ফেলতে ভুলবেন না।

বিজ্ঞাপন

বেবি ওয়েল
শিশুদের তেল ত্বকে এবং শুধু চোখের ওপর পরিমিতভাবে ব্যবহার করা যায়। এটি মুখের বাকি অংশে ব্যবহার করা সম্ভব, তবে ত্বক দ্রুত শুকিয়ে যেতে পারে। বেবি অয়েল দিয়ে মেকআপ অপসারণ করতে, একটি তুলোর প্যাডে অল্প পরিমাণ তেল দিয়ে ভিজিয়ে নিন এবং চোখ থেকে মেকআপটি বাইরের দিকে মুছুন। সব মেকআপ মুছে ফেলার পরে হালকা গরম পানি দিয়ে আপনার চোখ ভালোভাবে ধুয়ে ফেলতে ভুলবেন না।

লিপ বাম
আপনার লিপস্টিক, বিশেষ করে গাঢ় শেডগুলো সরাতে সমস্যা হচ্ছে? দিনের শেষে বিরক্তিকর লিপস্টিক তুলতে সেরা কৌশলগুলোর মধ্যে একটি হল লিপ বাম বা ভেসলিন লাগানো। সহজভাবে  লিপ বাম প্রয়োগ করুন। তারপর আপনার ঠোঁট একটি টিস্যুর সাহায্যে ঘষুন। না উঠলে প্রয়োজনে দুবার পুনরাবৃত্তি করতে হতে পারে।

দুধ
ক্লিওপেট্রা থেকে শুরু করে মুঘল রাজকন্যা পর্যন্ত সবাই দুধে গোসল করতেন এমন গল্পগুলো সবার জানা। দুধ স্বাস্থ্য উপকারিতা এবং ত্বকের জন্য একটি দুর্দান্ত উপাদান হিসেবে পরিচিত। পুরো দুধে পাওয়া প্রয়োজনীয় চর্বি এবং প্রোটিন ত্বককে আর্দ্রতা ধরে রাখতে এবং ক্ষতিগ্রস্ত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে। ক্লিনজার হিসেবে দুধ বেশ জনপ্রিয়। দুধে শক্তিশালী ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে। ভারী মেকআপের জন্য দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম তেল মেশাতে পারেন। এই প্রতিকার আপনার মুখকে সতেজ করবে এবং আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে। যদি অতিরিক্ত তৈলাক্ত ত্বক হয় তবে দুধ দিয়ে মুখ ধোয়ার পর, ফেসওয়াশ ব্যবহার করে নাইট ক্রিম ব্যবহার করলে ভালো।

শসার রস
ফেসওয়াশ এবং ক্লিনারসহ অনেক বাণিজ্যিক সৌন্দর্য পণ্যের উপাদান হিসেবে শসা থাকে। মিনারেলসসমৃদ্ধ এই সবজি মেকআপ রিমুভার বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য ভালো। শসা ম্যাশ করার জন্য একটি ব্লেন্ডার ব্যবহার করুন, যতক্ষণ না এটি একটি পেস্টের মতো হয়ে যায়, এই পেস্টে কিছু অলিভ অয়েল যোগ করুন। এই প্রাকৃতিক মিশ্রণ মেকআপ সমস্যা মোকাবিলা করবে। শেষে, হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ছবি: হাদী উদ্দীন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১৫: ৩৫
বিজ্ঞাপন