সুন্দর ত্বক যেন এক আশীর্বাদ। দাগহীন আর উজ্জ্বল ত্বক তাই আমাদের সবার কাছেই আরাধ্য। উজ্জ্বল ত্বক পেতে আমরা যত্নের কমতি রাখি না। ব্যবহার করি নানা নামীদামি ব্র্যান্ডের প্রসাধনী। তবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ঘরের ফেলে দেওয়া উপাদান থেকে আপনি পেতে পারেন উজ্জ্বল, সুন্দর আর কোমল ত্বক। কীভাবে? ফলের খোসা ব্যবহার করে। চলুন জেনে নিই সেই ফলের খোসা ব্যবহারের পদ্ধতি।
১. কলার খোসা
কলার খোসায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এই ভিটামিনগুলো খুবই কার্যকর। কলার খোসা ত্বকের শুষ্ক ভাব কমিয়ে ত্বককে কোমল করে তোলে। এটি মুখের দাগও দূর করে। কলার খোসা ত্বকে ব্যবহার করতে চাইলে খোসার ভেতরের দিক দিয়ে ত্বক আলতো করে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন।
২. পেঁপের খোসা
নানা এনজাইম ও ভিটামিনে পূর্ণ পেঁপের খোসা। তাই এটি কাজ করে প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে। এক্সফোলিয়েটর হচ্ছে ত্বকের মৃত কোষ দূর করার পদ্ধতি। এটি ত্বককে করে উজ্জ্বল ও কোমল। পরিষ্কার ত্বকে পেঁপের খোসার ভেতরের দিক ঘষুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন আলতো করে কুসুম গরম পানিতে। পেঁপের খোসা ত্বকে নিয়মিত ব্যবহার করলে মৃত কোষ দূর হয়। কোষের গোড়ায় ময়লা জমে না। ফলে ব্রণ, ব্ল্যাকহেডস হয় না। ত্বকে আসে বাড়তি ঔজ্জ্বল্য।
৩. জাম্বুরার খোসা
অ্যান্টি–অক্সিডেন্ট, কোলাজেন ও ভিটামিন সিতে ভরপুর থাকে জাম্বুরা। এর খোসা আমাদের ত্বকে বয়সের ছাপ কমায়। ত্বকে কোনো আঘাতের দাগ থাকতে তা দূর করতে সাহায্য করে।
জাম্বুরার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। একটু নারকেল তেল মিশিয়ে ঝটপট বানিয়ে নিন একটি স্ক্র্যাব আর ব্যবহার করুন ত্বকে।
৪. কমলার খোসা
কমলা প্রাকৃতিকভাবে ভিটামিন সির উৎস। এর খোসায় রয়েছে ভিটামিন সি ও প্রাকৃতিক তেল। এটি এক্সফোলিয়েটর হিসেবে খুব ভালো কাজ করে। ব্রণ দূর করে, ত্বকের কালো দাগ কমায়। কমলার খোসা ত্বকে কোলাজেন তৈরি হতে সাহায্য করে। কোলাজেন আমাদের ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
ত্বকে কমলার খোসা ব্যবহার করার জন্য খোসাটি ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে নিন। তারপর দই মিশিয়ে ত্বকে ব্যবহার করুন।
৫. লেবুর খোসা
লেবুর খোসায় প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে। ত্বকের তৈলাক্ত ভাব কমায়। ত্বকে লেবুর খোসা ব্যবহার করতে হলে শুকিয়ে গুঁড়া করে নিন। তারপর মধু মিশিয়ে মাস্ক বানিয়ে ব্যবহার করুন। তবে শুষ্ক ত্বক হলে লেবুর খোসার প্যাক ব্যবহার করবেন না।
তথ্যসূত্র: অ্যালিউর
ছবি: পেকজেলস ডট কম