ভ্রমণ শেষের যত্নআত্তি
শেয়ার করুন
ফলো করুন

ভ্রমণ থেকে ফিরে চুল নির্জীব হয়ে পড়ে, ত্বকও বেশ রুক্ষ হয়। ট্যান পড়া, চোখের কোণে ডার্ক সার্কেল, নাকের পাশে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রকোপসহ এ রকম অনেক সমস্যাই হয়। তাই ঘুরে এসে ত্বক ও চুলের নিতে হবে সঠিক যত্ন। তা না হলে সমস্যা স্থায়ী রূপ নিতে পারে। বৈরী আবহাওয়া থেকে ত্বকের শুষ্ক–মলিন ভাব আর চুলের রুক্ষতা কাটানোর কিছু উপায় বাতলে দিয়েছেন হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনি। হেঁশেলে থাকা প্রাকৃতিক উপাদানেই হবে এর সমাধান।

ত্বকের যত্ন

* শুষ্ক ত্বকের জন্য কাঠবাদামের গুঁড়ার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ঘুরে এসে ত্বকে যে ট্যান পড়েছে, তা সহজেই দূর করবে এই প্যাক।

* তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে শসার রস, লেবুর রস ও টক দই ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

* বেরিয়ে এসে হাঁটু ও কনুইয়ে কালচে ছোপ পড়ে অনেকের। এর সমাধান হিসেবে হলুদ, লেবুর রস ও নারকেল তেল মিশিয়ে মিশ্রণটি রাতে ঘুমোনোর আগে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। চাইলে দিনে গোসলের আগেও এ টোটকা ব্যবহার করা যাবে। কালচে দাগ যদি ত্বকে দেখা দেয়, তাহলে চন্দনের গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে মুখে লাগালে ভালো ফল পাওয়া যাবে।

* ব্ল্যাক হেডস একটি কমন সমস্যা। এটা দূর করার জন্য চালের গুঁড়ামিশ্রিত স্ক্রাব তৈরি করুন। এ ছাড়া কৃত্রিম স্ক্রাব পাওয়া যায় বাজারে। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের ধরন বুঝে কিনতে হবে স্ক্রাব। পিল অফ মাস্কও ব্ল্যাক হেডস দূর করতে বেশ সাহায্য করে।

* ভ্রমণ থেকে ফিরে ত্বকের রোদে পোড়া ভাব বা ট্যান পড়া সবচেয়ে বড় সমস্যা। এর জন্য ভ্রমণে এবং সব সময় সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ট্যান দূর করতে টক দই ও টমেটোর রসের মিশ্রণ মুখে লাগিয়ে টান টান ভাব হওয়ার আগপর্যন্ত রাখতে হবে। তারপর সাধারণ পানি দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

* যেহেতু শীতকাল আসন্ন, তাই ঠোঁট ফাটার আশঙ্কা থাকে। বেড়াতে গেলে তাড়াহুড়ায় ঠোঁটের যত্ন নেওয়া হয় না একেবারেই। লেবুর রস, মধু ও চিনির মিশ্রণ ঠোঁটে স্ক্রাব হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

চুলের যত্ন

ভ্রমণের সময় ধুলোবালু ও ময়লার কারণে চুল রুক্ষ হয়ে যায়। অনেক সময় খেয়ালই থাকে না চুলের যত্নের কথা। শ্যাম্পু করাটাও ঝামেলার কাজ মনে হয়। এ কারণে ফিরে এসে এর প্রভাব টের পাওয়া যায়। তাই ভ্রমণে ড্রাই শ্যাম্পু রাখা হবে বুদ্ধিমানের কাজ। বেড়াতে গিয়ে অনেকেই সুইমিংপুলে নামেন। সুইমিংপুলের ক্লোরিনযুক্ত পানি চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নামার আগে চুলে নারকেল তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ভ্রমণ থেকে বেড়িয়ে এসে চুলের যত্নে মেথি ও অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেল হালকা গরম করে মাথায় স্ক্যাল্পে ম্যাসাজ করে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। নারকেল তেলের সঙ্গে মেথির মিশ্রণও ব্যবহার করতে পারেন।

ছবি: হাদী উদ্দীন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১১: ২৭
বিজ্ঞাপন