ঘরোয়া উপায়ে পাপড়ি বড় ও ঘন করার কিছু উপায় বাতলে দিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
ক্যাস্টর অয়েল:
এক চা–চামচ ক্যাস্টর অয়েল নিয়ে একটি তুলার বলের সাহায্যে আইল্যাশে লাগাতে হবে। ভালো ফল পাওয়া যাবে রাতে ঘুমানোর সময় ব্যবহার করলে। তবে অবশ্যই প্রথমে মুখ পরিষ্কার করে তারপর লাগাতে হবে।
নারকেল তেল:
নারকেল তেল প্রোটিনের ক্ষতি নিরাময় করে চুল বৃদ্ধিতে সাহায্য করে। চোখের পাপড়ি লম্বা করতে রাতে চোখের পাপড়িতে নারকেল তেলও ব্যবহার করা যাবে।
ভিটামিন ই:
ভিটামিন ই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, যা পাপড়ি শক্ত এবং ঘন হতে সাহায্য করে। একই সঙ্গে ময়েশ্চারাইজ করতে ও চুলের ফলিকলগুলোকে ভাঙার বিরুদ্ধে রক্ষা করে ভিটামিন ই।
গ্রিন টি:
সবুজ চায়ে রয়েছে পলিফেনল, যা চোখের পাতার চুলকে করে ঘন ও মজবুত। এর জন্য তুলার সাহায্যে চোখের পাতায় গ্রিন টির পানি লাগালে ভালো ফল পাওয়া যাবে।
ভ্যাসলিন: ভ্যাসলিন চোখের পাপড়ি ঘন করতে সাহায্য করে। একটি তুলার বলে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে চোখের পাতায় লাগান। এটা চুলের বৃদ্ধি বাড়ায় ও পুষ্টি দেয়।
কিছু সতর্কতা
* চুলের মতো নিয়মিত পাপড়িও পরিষ্কার করতে হবে। শীতে খুশকি বেশি হয়। খুশকি মাথার চুলের গোড়ায় যেমন বাসা বাঁধে, তেমন পাপড়িতেও। যার ফলে পাপড়ি ঝরে যেতে পারে। তাই খুশকিমুক্ত রাখার চেষ্টা করতে হবে।
*ভালো ও বিশ্বস্ত ব্র্যান্ড বুঝে আই মেকআপ পণ্য কিনতে হবে।
*সারা দিন পর খুব ক্লান্তি বোধ করলেও চোখের মেকআপ পুরোটা তুলে ঘুমাতে যেতে হবে। কারণ, দীর্ঘ সময় ধরে চোখের মেকআপ না ওঠালে পাপড়ি শক্ত হয়ে ভঙ্গুর হয়ে যায়।
*নকল আইল্যাশ ব্যবহারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খুব দরকার না হলে আলাদা গ্লু ব্যবহার না করাই ভালো। ভালোমতো না জেনে আইল্যাশ বাঁকা করার মেশিনও ব্যবহার করা যাবে না।
*চোখ চুলকালে জোরে জোরে ঘষা উচিত নয়। এতে পাপড়িতে টান পড়ে, ঝরেও পড়ে।
ছবি: হাল ফ্যাশন