চুল বড় হোক বা ছোট, ঘর্মাক্ত মাথার ত্বক ও আঠালো চুল থেকে মুক্তি পেতে প্রতিদিনই ভালোভাবে চুল ধোয়া অপরিহার্য। সবচেয়ে ভালো হয় কুসুম গরম পানি দিয়ে চুল পরিষ্কার করলে। বাইরে বের হলে প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করতে হবে।
এ সময় কন্ডিশনার ব্যবহার না করে চুলকে প্রিকন্ডিশনিং করার পরামর্শ দিয়েছেন জাভেদ হাবিব। এ জন্য প্রতিবার চুল ধোয়ার আগে পাঁচ মিনিট চুলে তেল লাগিয়ে রাখতে হবে। এতে চুল নরম ও স্বাস্থ্যোজ্জ্বল হবে।
বাইরে থেকে ফিরে চুল ধোয়ার আগে মাথার ত্বকের ঘাম আগে শুকিয়ে নিতে হবে। চুল ধোয়ার পরও ঠিক একই কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব ফ্যানের বাতাসে বা হেয়ার ড্রায়ারের কুল মোডে শুকিয়ে নিতে হবে।
ঘরে বা বাইরে চুল সব সময় বেঁধে না রাখাই ভালো। সুযোগ পেলেই ছেড়ে দিন। এতে মাথার ত্বকে ঘাম জমার আশঙ্কা কমে।
এ সময়ে স্টাইলিং পণ্য ও অনুষঙ্গ ব্যবহার না করাই ভালো। স্টাইলিং অনুষঙ্গ চুলকে রুক্ষ করতে বিশেষ ভূমিকা পালন করে। আর এ ধরনের পণ্যগুলো চুলের গোড়ায় থেকে যায়। এতে গোড়া নরম হয়ে, চুল পড়া বৃদ্ধি পায়। যদি স্টাইলিং পণ্য ব্যবহার করতেই হয়, তাহলে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। স্টাইলিং পণ্যের অবশিষ্টাংশ অপসারণের জন্য এই শ্যাম্পুগুলো বিশেষভাবে তৈরি করা হয়।
বৃষ্টির পানিতে চুল ভিজে গেলে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে। এতে চুল সতেজ ও চুলকানি মুক্ত থাকবে।
চুলের বাড়তি যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে অ্যালোভেরা জেল মাস্ক লাগাতে পারেন। এখন বাজারে সুলভ মূল্যে বেশ ভালো মানের অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। আবার চাইলে তাজা অ্যালোভেরার শ্বাস বের করে ব্লেন্ড করেও ব্যবহার করা যায়। এটি খুশকিকে দূরে রাখবে, চুলের গোড়া সুস্থ রেখে চুল পড়া নিয়ন্ত্রণ করবে।