‘সফট অ্যান্ড জুসি’ নয়, ‘কুল অ্যান্ড রিফ্রেশিং’
শেয়ার করুন
ফলো করুন

নেটদুনিয়ায় ‘রাফসান দ্য ছোটভাই’কে চেনেননা এমন কাউকে আমাদের দেশে খুঁজে পাওয়া ভার। জনপ্রিয় এই ফুডব্লগার ও ইনফ্লুয়েন্সার এবার নিজের এক ইলেক্ট্রোলাইট পানীয় লঞ্চ করেছেন অতি সম্প্রতি।

তাঁর সিগনেচার ‘সফট অ্যান্ড জুসি’’ মন্তব্যের জন্য রাফসান খুবই পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে মিমও বানানো হয় অনেক। এখন এই ‘সফট অ্যান্ড জুসি’র বদলে ‘কুল অ্যান্ড রিফ্রেশিং’’ ড্রিংক ব্লু নিয়ে আসলেন তিনি। ইলেক্ট্রোলাইট পানীয় এখন আমাদের দেশে খুবই জনপ্রিয়। অনেক দেশি বিদেশি কোম্পানির এই জাতীয় পানীয় বাজারে পাওয়া যাচ্ছে।

কিন্তু তার মধ্যে রাফসানের তরমুজ-লেবুর স্বাদে ওয়াটারমেলন লেমোনেড আর লিচুর ফ্লেভারে ‘ব্লু লিচি’ বেশ সাড়া জাগিয়েছে। পাওয়া যাচ্ছে ফুডপান্ডার অনলাইন গ্রোসারি স্টোর পান্ডামার্টে। আর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছে এই পানীয়। এই খবর রাফসান নিজেই জানালেন ফেসবুক পোস্টের মাধ্যমে। 

ছবি: রাফসানের ফেসবুক পেইজ

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৮: ৪৭
বিজ্ঞাপন