অঞ্জন’স-এর পূজা-সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পূজা-সংগ্রহ লঞ্চ করেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। ষষ্ঠী থেকে দশমী—পাঁচ দিনের এই উৎসব আনন্দময় করতে নতুন পোশাকের রয়েছে বিশেষ ভূমিকা। এ জন্য অঞ্জন’স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও ট্রেন্ডি প্যাটার্নের বৈচিত্র্যময় পোশাক। এই আয়োজনকে ঘিরে করা হয়েছে উৎসবের উপযোগী শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, মেয়েদের ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের পোশাক।

আরামকে গুরুত্ব দিয়ে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডি সিল্ক, এন্ডি কটনসহ নতুন ধরনের বয়ননকশার কাপড়ে তৈরি হয়েছে এই সংগ্রহ। পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের গয়না ও হোমটেক্সটাইল সংগ্রহ।

সব শাখা ছাড়াও অঞ্জন’স-এর পূজা সংগ্রহের পোশাক কেনা যাবে অনলাইনেও।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৪: ০০
বিজ্ঞাপন