আমেরিকার মিসচিফ ব্র্যান্ডের স্নিকার্স ডিজাইনের দিক থেকে সব সময় কয়েক কদম এগিয়ে থাকে। তবে তাদের সাম্প্রতিকতম বিডব্লিউডি নামের সংগ্রহটি একেবারেই চমকপ্রদ। ভবিষ্যৎকামী ডিজাইনের এই আধুনিক ও শৈল্পিক স্নিকার্সগুলো পরা যাবে উল্টা ও সোজা দুই দিক দিয়েই। একে স্যান্ডেল বলা যায়, নাকি স্নিকার্স, তা–ও এক ধাঁধা।
গোড়ালির দিক পেছনে রেখে সোজা করে পরলে একেবারে ওলটপালট নকশার সামনে খোলা স্যান্ডেল-স্নিকার মনে হয় জুতাটিকে। আবার উল্টা করে পরলে চাঙ্কি ধাঁচের মিউলের মতো মনে হয়, যেখানে গোড়ালি খোলা আর পায়ের পাতা ঢাকা। বিডব্লিউডি জুতাগুলোকে আউটডোর ফুটওয়্যার বা মাঠেঘাটে, বনেবাদাড়ে দাপিয়ে বেড়ানোর জুতা হিসেবেই প্রস্তুত করেছে মিসচিফ। টেকসই এই স্নিকার্সগুলোকে এযাবৎকালের সবচেয়ে নিরীক্ষাধর্মী স্টেটমেন্ট স্নিকার্স বলে রায় দিচ্ছেন বিশ্বের ফ্যাশনবোদ্ধারা।