ফ্যাশনকে সঙ্গে নিয়ে টেক দুনিয়ায় নতুন যুগের সূচনা করলেন বিল গেটসের কন্যা
শেয়ার করুন
ফলো করুন

‘ফিয়া’ আসলে আপনার ডিজিটাল শপিং গাইড। আইওএস অ্যাপে এবং গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। অনলাইনে শপিং করার সময় পছন্দের পণ্য দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনে হাজির হবে একটি বিশেষ হাইপার লিংক: ‘শুড আই বাই দিস? (Should I Buy This?’। সেখানে ক্লিক করলেই ফিয়া আপনার জন্য ইন্টারনেট জুড়ে খোঁজ শুরু করবে সেরা ডিল, সেকেন্ড-হ্যান্ড পণ্য এবং তুলনামূলক দামের তালিকা। ব্যবহারকারীর সময় ও শ্রম বাঁচিয়ে মুহূর্তেই এনে দেবে সবচেয়ে লাভজনক কেনাকাটার সিদ্ধান্ত।

কতটা কার্যকর ফিয়া

লুই ভিতোঁর আইকনিক গ্রেসফুল পিএম (Graceful PM) ব্যাগ দিয়ে ফিয়ার কার্যকারিতা পরীক্ষা করা হয়। ব্যগটির মূল্য প্রয় ১,৯৫০ ডলার। অ্যাপটি তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়, ব্যাগটির দাম সঙ্গতিপূর্ণ। একই সঙ্গে জানিয়ে দেয় ফ্যাশনফাইল (Fashionphile) ও ইবে (eBay)-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে কম দামে সেকেন্ড-হ্যান্ড বিকল্পের। ফলে ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন নতুন কিনবেন, নাকি সাশ্রয়ী বিকল্প বেছে নেবেন।

বিজ্ঞাপন

২৫ কোটি লিস্টিংয়ের বিশাল ডেটাবেস

ফিয়ার এআই ইঞ্জিন কাজ করে বিশাল এক ডেটাবেসের ওপর, যাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড়  ফ্যাশন মার্কেটপ্লেসের ২৫ কোটি’র বেশি লিস্টিং। এটি শুধু দাম তুলনা করে না, বাজারের ট্রেন্ডও বিশ্লেষণ করে। ফলে একজন ক্রেতা নিজের পছন্দকে যাচাই করার সুযোগ পাবেন।

টেকনোলজি ও ফ্যাশনের সেতুবন্ধনে ফিবি গেটস

বিশেষজ্ঞদের মতে, ফিবি গেটসের এই উদ্যোগ শুধু অনলাইন শপিংকে সহজ করে তুলবে না, বরং তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন ক্রেতা হিসেবে গড়ে তুলবে। একই সঙ্গে, টেকনোলজি ও ফ্যাশনের যুগান্তকারী সংযোগের একটি দৃষ্টান্তও স্থাপন করবে ‘ফিয়া’।

ছবি: ফিবি গেটসের ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২: ৩৯
বিজ্ঞাপন