আরাম ও ফ্যাশন একসঙ্গে পেতে টি-শার্টের জুড়ি নেই। তবে ডিজাইনে গতানুগতিক স্টাইলই বেশি চোখে পড়ে। তবে ফ্যাশন হাউস নো টিপিকাল নিরীক্ষাধর্মী ডিজাইনে এনেছে ফ্যাশনেবল টি-শার্ট।
টি-শার্টে বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তোলার সবচেয়ে প্রচলিত মাধ্যম হচ্ছে স্কিন ও ডিজিটাল প্রিন্ট। তবে নো টিপিকাল এই মাধ্যমগুলোর বাইরে এসে ড্রপ শোল্ডার টি-শার্টে হ্যান্ড এমব্রয়ডারির ব্যবহার করেছে।
শর্ষে ও জলপাই রঙে পাওয়া যাবে ড্রপ শোল্ডার টি-শার্ট দুটি। কটন ফেব্রিকের ওপর হ্যান্ড এমব্রয়ডারিতে করা হয়েছে হারিকেন ও ময়ূরের ডিজাইন।
নো টিপিকালের তরফ থেকে জানানো হয়, হারিকেন ও ময়ূর ডিজাইন দুটি বাছাই করার রয়েছে বিশেষ কারণ। হারিকেনের ব্যবহার এখন না থাকলেও একসময় গ্রামবাংলায় বহুল প্রচলিত ছিল হারিকেন। তাই তরুণদের জন্য তৈরি ড্রপ শোল্ডার টি-শার্টে হারিয়ে যাওয়া সেই দেশি অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। অন্যদিকে শুধু নারীদের পোশাকেই নয়, ছেলেদের পোশাকেও যে ময়ূরের ব্যবহার হতে পারে, সেই চিন্তা থেকেই ময়ূরের ব্যবহার হয়েছে।
পোশাকের ডিজাইন ও রং—সবকিছুই হওয়া উচিত লিঙ্গনিরপেক্ষ বিষয়কে গুরুত্ব দিয়ে। তাই ছেলে ও মেয়ে উভয়ের জন্যই একই ডিজাইন রাখা হয়েছে। দেশি শিল্পীদের ডিজাইনে তৈরি ড্রপ শোল্ডার টি-শার্টগুলো পাওয়া যাবে নো টিপিকালের পেজে।