পুরস্কার পেলেন বেলা হাদিদ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

জনপ্রিয় সুপার মডেল বেলা হাদিদ সব সময় খবরের শিরোনামে থাকেন। সে হোক তাঁর পোশাক, স্টাইল কিংবা সামাজিক মাধ্যমে সামাজিক-রাজনৈতিক বিষয়ে কথা–মতামতের জন্য। বেলা হাদিদ নিজের মানসিক স্বাস্থ্য সম্পর্কেও বেশ সচেতন। এ নিয়ে খোলামেলা অভিমতও দিয়ে থাকেন তিনি। এ কারণে ২০২২ সালের গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ডে মানসিক স্বাস্থ্য অ্যাডভোকেসির জন্য বেলার মাইকেল কর্স পুরস্কার প্রাপ্তিতে সবাই খুব একটা আশ্চর্য হননি।

বিজ্ঞাপন

এমন একটা সময় গিয়েছে, যখন বেলা হাদিদ নিজে ভয়ানক মানসিক সমস্যার মধ্য দিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমি জানতাম না যে বাকি জীবন চালিয়ে যেতে পারব, হয়তো কাজ ছেড়ে দিতে হতো।’ কোনো লুকোছাপা না করে সরাসরি সামাজিক মাধ্যমে প্রায়ই বেলা তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে ভঙ্গুর দিকগুলো তুলে ধরেন। মাইকেল কর্স পুরস্কার পেয়ে বেলা তাঁর ইনস্টাগ্রামে এই সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘সত্যি বলতে, সক্ষম হতে পেরে আমি আনন্দিত। পৃথিবীতে আমার একটাই উদ্দেশ্য, যাঁরা মানসিক স্বাস্থ্যের অক্ষমতা নিয়ে বেঁচে আছেন, তাঁদের এবং অন্যদের একা বোধ করতে না দেওয়া।’

এ অনুষ্ঠানে বেলা পরেন গভীর–গলার পুরোহাতা শরীরছোঁয়া সোনালি গাউন। এটা মার্কিন ফ্যাশন ডিজাইনার মাইকেল কর্সের ২০২৩ সালের সংগ্রহ। এই পোশাকের সঙ্গে শুধু কানে পরেন রুপার দুল। পায়ে ছিল ম্যাচিং স্ট্র্যাপি হিল। ন্যুড লিপস্টিক, হাইলাইটার, মাসকারা আর এক পাশে সিঁথি করে খোঁপায় তাঁকে বেশ লাগছিল।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বেলার জন্য বেশ স্মরণীয় ছিল। কারণ, মানসিক সমস্যা উতরে তিনি কেবল স্বাভাবিক জীবনেই ফেরেননি, বরং সুস্থ জীবনের পক্ষে অ্যাডভোকেসির পুরস্কারও পেয়েছেন।

বিজ্ঞাপন

উদ্বেগ, বিষণ্নতা, বাইপোলার ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়াসহ নানা মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন—এমন ব্যক্তিদের এদিন খাবার বিতরণ ও পুষ্টিবিষয়ক মতবিনিময়ে বেলা হাদিদ উপস্থিত ছিলেন।

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৭: ৫১
বিজ্ঞাপন