অ্যাপে ঘরের খাবার
শেয়ার করুন
ফলো করুন

রন্ধনশিল্পীদের ভালো আয়ের সুযোগ করে দিতে এবং একই সঙ্গে গ্রাহকদের ঘরোয়া স্বাস্থ্যসম্মত খাবার দিতে ‘হোমমেড বাজেট মিলস’ নামের বিশেষ একটি ক্যাম্পেইন চালু করেছে ফুডপান্ডা। রেস্তোরাঁর খাবারের পাশাপাশি ঘরের তৈরি সুস্বাদু সব খাবারের স্বাদ নেওয়া যাবে এখান থেকে। সর্বনিম্ন ১৪৯ টাকা থেকে হোম শেফদের তৈরি সুস্বাদু ঘরোয়া খাবার পাওয়া যাবে। অফিসে, বাইরে বা বাড়িতে রান্নার ব্যাস্ততা এড়াতে সহজ সমাধানের জন্য এ সুবিধা দিচ্ছে তারা।

বিজ্ঞাপন

চলতি মাসের ১৮ তারিখ থেকে নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত চলবে ক্যাম্পেইনটি। এ জন্য ফুডপান্ডা অ্যাপে ঢুকতে হবে গ্রাহককে। অ্যাপের ফুড ডেলিভারি ক্যাটাগরিতে ‘হোমমেড বাজেট মিলস’ সেকশনে রয়েছে বিভিন্ন হোম শেফের খাবারের মেন্যু। সেখান থেকে পছন্দ অনুযায়ী ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবার অর্ডার করা যাবে। এ ছাড়া ২৪৯ টাকার বেশি মূল্যের খাবার অর্ডারে গ্রাহকরা ‘HOMEFOOD65’ কোডটি ব্যবহার করে বাড়তি ৬৫ টাকা ছাড় উপভোগ করতে পারবেন।
এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ, টাটকা ও স্বাস্থ্যকর খাবার অর্ডারের সুযোগ দিচ্ছে ফুডপান্ডা।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১২: ৫৭
বিজ্ঞাপন