এশিয়ার বিখ্যাত ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি শুধু ব্যবসায়িক সাফল্যের জন্যই নয়, তাঁদের রাজকীয় জীবনযাত্রার জন্যও সুপরিচিত। তবে নীতা আম্বানি শুধু বিলিয়নিয়ার ব্যবসায়ীর স্ত্রী নন, নিজেও সুপরিচিত ব্যবসায়ী। তিনি একাধারে শিক্ষিকা, সমাজসেবিকা, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক। সত্যিকারের 'ওয়ান-উইম্যান-আর্মি' যেন। ফোর্বসের তৈরি এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়িক নেতৃত্বের তালিকায় তাই সহজেই জায়গা নিয়েছে এই বিলিয়নিয়ার-পত্নীর নাম।
নীতা আম্বানি তাঁর রূপ, প্রাচুর্য, সম্পদ কিংবা বিলাসবহুল জীবনের দিক দিয়ে অতীতের সম্পদশালী কোনো সাম্রাজ্যের রানির চেয়ে কম নন। তাঁর রাজকীয় রুচি শুধুমাত্র পোশাক বা গয়নার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের চায়ের কাপেও এর ছাপ স্পষ্ট। আর নীতা একজন চা-প্রেমী এবং বিলাসবহুল কাপে চা খেতে পছন্দ করেন।
জানা গিয়েছে, তিনি সকালে যে কাপে চা পান করেন, এর পুরো সেটের দাম প্রায় আড়াই কোটি টাকা। জাপানের বিখ্যাত ও প্রাচীনতম কুকওয়্যার ব্র্যান্ড নোরিটেক-এর এই সেটে ৫০টি পোরসেলিন কাপ থাকে। তার মানে প্রতিটি কাপের দাম প্রায় ৩ লাখ টাকা। এই কাপে থাকে সোনা ও প্ল্যাটিনামের সূক্ষ্ম নকশা। এমন দামী ধাতুতে মোড়ানো কাপ খুবই কম পাওয়া যায়। আর বিশ্বজুড়ে কেবল এই জাপানিজ ব্র্যান্ডেই পাওয়া যায় এমন বিলাসবহুল টেবিলওয়্যার।
নীতা আম্বানি কেবল দামী কাপেই সন্তুষ্ট নন, বরং বিভিন্ন টেবিলওয়্যার ও কুকওয়্যারের প্রতি তাঁর দুর্বলতা প্রবল। এতটাই প্রবল যে তিনি প্রায়ই শ্রীলঙ্কা সফর করেন শুধু নোরিটেক ব্র্যান্ডের ক্রোকারি কিনতে।
তথ্য: বলিউড শাদিস ডট কম
ছবি: ইন্সটাগ্রাম