ইতালি থেকে পাততাড়ি গুটিয়ে নিল ডমিনোস পিৎজা
শেয়ার করুন
ফলো করুন

হালফ্যাশন ডেস্ক

গত জুলাইয়ের শেষেই ইতালি থেকে পাততাড়ি গুটিয়ে নিল ডমিনোস পিৎজা। আমেরিকার মিশিগানে ষাটের দশকে শুরু হয়েছিল বিশ্ববিখ্যাত পিৎজা চেইন ডমিনোসের। পৃথিবীর ৮৩টিরও বেশি দেশে তারা ব্যবসা করছে পুরোদমে। তবে ২০১৫ সালে তারা ইতালিতে ই-পিৎজার সঙ্গে যুক্ত হয়ে কার্যক্রম শুরু করার সময় অনেকেই এখানে ডমিনোসের সাফল্যের ব্যাপারে সন্দিহান ছিলেন।

ইতালিয়ানরা তাদের পিৎজার ব্যাপারে আসলে বেশ রক্ষণশীল। ডমিনোসের চিজ স্টাফড ক্রাস্ট, আনারস দেওয়া হাওয়াইয়ান পিৎজা আর কিছুটা ফাস্ট ফুড ধাঁচের রেসিপি তাদের মনে ধরেনি। এর চেয়ে স্থানীয় পিৎজারিয়াগুলোই রয়েছে তাদের পছন্দের তালিকায়। তাই ডমিনোস অনেকটা বাধ্য হয়েই বিদায় জানাতে হলো ইতালিকে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১০: ০৭
বিজ্ঞাপন