ত্বক পরিচর্যায় লিঙ্গনিরপেক্ষ প্রসাধনী
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ওয়াইন তৈরিতে চমৎকার দক্ষতা রয়েছে পিটের; যা তিনি এখন তাঁর ব্র্যান্ড ‘লা ডোমেইন’ প্রয়োগ করছেন। লা ডোমেইনের নতুন এই স্কিনকেয়ার পণ্যগুলো তৈরি হয়েছে আঙুর থেকে, যা সম্পূর্ণ অর্গানিক।

গত বুধবার ব্রিটিশ ‘ভোগ’–এর একটি সাক্ষাত্কারে ব্র্যাড পিট আনুষ্ঠানিকভাবে তাঁর লিঙ্গনিরপেক্ষ স্কিনকেয়ার ব্র্যান্ডের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি জানি প্রায় প্রতিদিনই নতুন নতুন পণ্য বাজারে আসছে। তবে আমি আমার ত্বকের কোনো পরিবর্তন না দেখলে এ নিয়ে এগোতাম না। গবেষণা ও পরীক্ষার পর ফলাফল দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম, তাই এই স্কিনকেয়ার লাইন লঞ্চ করেছি সবার জন্য।’

বিজ্ঞাপন

পিট আরও জানান, এই স্কিনকেয়ার লাইনটি শুধু তারকাদের কথা চিন্তা করে বানানো হয়নি। বরং প্রত্যেক পুরুষ ও নারীর জন্য একটি অ্যান্টি-এজিং প্রসাধনী হিসেবে প্রস্তুত করা হয়েছে। এটি একটি লিঙ্গনিরপেক্ষ স্কিনকেয়ার লাইন; যা প্রকৃতির জৈবচক্র অনুকরণ করে তৈরি করা হয়েছে।

ব্র্যান্ডটির স্কিনকেয়ার লাইনে রয়েছে ফেশিয়াল সিরাম, ক্রিম, ক্লিনজিং ইমালসন ও ময়েশ্চারাইজার। কাঠ দিয়ে সজ্জিত কাচের বোতলের অসাধারণ প্যাকেজিং ক্রেতাদের মুগ্ধ করবে। হালকা, মার্জিত লিঙ্গনিরপেক্ষ সৌরভ পণ্যগুলোকে আলাদা করেছে অন্য সবকিছু থেকে। আঙুর ও পাতার অ্যান্টি–অক্সিডেন্ট সম্পর্কে গবেষণা করার পর এই ধারণাটি মাথায় আসে ব্র্যাড পিটের। তিনি জানান, দীর্ঘ সময় ধরে এমন একটি ত্বকের পরিচর্যার প্রসাধনী তৈরি করার কথা ভাবছিলেন।

তবে নতুন স্কিনকেয়ার লাইনের অতিরিক্ত দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। বাজারে আসার পর পণ্যের দামের ট্যাগগুলো অনলাইনে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ভক্তরা ত্বকের যত্নের জন্য প্রসাধনীর অতিরিক্ত দাম নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১: ২৫
বিজ্ঞাপন