রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ ১০ ফেব্রুয়ারি শেষ হচ্ছে ১১ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪৩০। দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী সব পিঠা নিয়ে সজ্জিত হয়েছে মেলার স্টলগুলো। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা আজ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে। প্রতিদিন জাতীয় পিঠা উৎসবকে কেন্দ্র করে সব বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে উঠছে শিল্পকলার মাঠ। বাহারি সব পিঠা আকৃষ্ট করছে পিঠাপ্রেমীদের। ৫০টি স্টলে পাওয়া যাচ্ছে প্রায় ২০০ রকমের পিঠা। দেশীয় কায়দায়, গ্রামবাংলার ঢংয়ে সাজানো হয়েছে মেলার খাবারের স্টল, মাঠ ও সংগীত পরিবেশন মঞ্চ। ভাপা পিঠা, পুলিপিঠা, নকশি পিঠা, চিতই, দুধ চিতই, পাকন, পাটিসাপটা, পোয়া পিঠা, বৌসুন্দরী পিঠাসহ নানা রকম দেশি পিঠাপুলির স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। পাওয়া যাচ্ছে হাঁসের মাংস ও চালের রুটি। আছে বিন্নি চালের পায়েসও। দেশি পিঠার পাশাপাশি স্থান পেয়েছে জনপ্রিয় পাহাড়ি খাবার মুংডি। মেলা থেকে ঘুরে এসে ছবিসহ বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান।