আজ শেষ হচ্ছে ডেনিম এক্সপো
শেয়ার করুন
ফলো করুন

এবারের ডেনিম এক্সপোর মূল আকর্ষণ ‘ট্রেড জোন’। আয়োজকেরা জানান, এখানে আগামী প্রজন্মের জন্য ডেনিম কেমন হবে, তারই নিদর্শন দেখানো হবে। আর এবারের মূল প্রতিপাদ্য ‘ডেনিমস নেক্সট রেভল্যুশন বিগেইনস’। ৮ ও ৯ নভেম্বর ডেনিমপ্রেমীদের জন্য বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিজিএমিএর প্রেসিডেন্ট ফারুক হাসান, এইচঅ্যান্ডএমের রিজওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান এবং ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি দেশের ৮০টির বেশি কোম্পানি এবারের ডেনিম এক্সপোতে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত ও উৎপাদিত পোশাক, সুতা, যন্ত্র ও কাঁচামাল প্রদর্শন করে। আয়োজকদের মতে, ক্রেতা-বিক্রেতাদের সম্মেলনস্থান হচ্ছে ডেনিম এক্সপো। ডেনিমের শৈল্পিক ব্যবহারের এক দারুণ প্রদর্শনীও বলেন তাঁরা।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, ইতিমধ্যে ডেনিম এক্সপো আন্তর্জাতিক ক্রেতাদের কাছে জনপ্রিয় ডেনিম সোর্সিং প্ল্যাটফর্মের খ্যাতি পেয়েছে এবং আন্তর্জাতিকভাবে শীর্ষস্থানীয় প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম। এই এক্সপোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় নতুন সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগও বৃদ্ধি পায়। এ ছাড়া ডেনিমের টেকসই গুণ ও পুনর্ব্যবহার নিয়ে প্রচুর কাজ রয়েছে এখানে।

ডেনিম ট্রেড সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে বিশদে ডেনিম নিয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়। এবারের এক্সপো থেকে ১০০ মিলিয়ন ডলার এক্সপোর্টের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেনিম এক্সপো সব সময়ই পরিবেশবান্ধব ফ্যাশনকে প্রাধান্য দেয়।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯: ২২
বিজ্ঞাপন