হিরোইন বিডির প্রথম বিক্রয়কেন্দ্র উদ্বোধন
শেয়ার করুন
ফলো করুন

মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার ভারটেক্স এইচকে সেন্টারে গতকাল শুক্রবার দুপুরের উদ্বোধন করা হয় হিরোইন বিডির প্রথম বিক্রয়কেন্দ্র। এর আগে সংগঠনটির কার্যক্রম ছিল অনলাইনভিত্তিক। ২০১৮ সালে কার্যক্রম শুরু হলেও ২০২১ সাল হিরোইন বিডি নামে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনটির প্রধান নির্বাহী নাজমুন নাহার হেনা বলেন, এককভাবে একটি বিক্রয়কেন্দ্র চালু করা অনেক নারী উদ্যোক্তার পক্ষেই সম্ভব নয়। কারণ, এতে অনেক বেশি পরিমাণে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু কয়েকজন একত্র হয়ে বিনিয়োগটি করলে সবার জন্যই সহজ হয়। আর উদ্যোক্তাদের কাজের ক্ষেত্র সহজ করতেই হিরোইন বিডি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিক্রয়কেন্দ্রের শুরু।

বিজ্ঞাপন

পুরো বিক্রয়কেন্দ্র সাজানো হয়েছে উদ্যোক্তাদের পণ্য দিয়ে। যেখানে আছে ঘরে তৈরি খাবার, সব ধরনের ফ্রোজেন ফুড, অরগানিক চাল, খাঁটি নারকেল তেল, সরিষার তেল, ঘি, আচার, পিঠা, শাড়ি, সালোয়ার–কামিজ, ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবি, রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি, গয়না, অরগানিক স্কিন কেয়ার পণ্যসহ আরও কিছু পণ্য। নাজমুন নাহার হেনা আরও বলেন, ‘আমাদের এই বিক্রয়কেন্দ্রে ১৪ জন নারী উদ্যোক্তা সরাসরি যুক্ত।

এ ছাড়া আরও অসংখ্য উদ্যোক্তা নানা প্রক্রিয়ায় ধাপে ধাপে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। তবে এটুকু বলতে চাই, বিক্রয়কেন্দ্রটি উদ্বোধনের মাধ্যমে উদ্যোক্তাদের স্বপ্নপূরণের পথ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। পণ্যগুলো ক্রেতাদের সন্তুষ্ট করতে পারলে আমরা আরও বড় পরিসরে নিজেদের তুলে ধরার চেষ্টা করব।’

ছবি: হিরোইন বিডি

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১৩: ০০
বিজ্ঞাপন